মমতার নতুন প্রকল্প, বছরে দুমাস 5000 টাকা দিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে -WB Govt Scheme

Published by
Mr Jobre

রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য এমন নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন, যা রাজ্যের অন্য প্রকল্পকে হার মানায়। রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে হার মানিয়ে রাজ্য সরকারের অন্য এক প্রকল্প প্রশংসায় পঞ্চমুখ। কেননা রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে 5000 টাকা। সেই কারনেই রাজ্যের অন্যতম প্রকল্প লক্ষীর ভান্ডারকে হার মানাবে। আসুন তাহলে আজকে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Scheme

আমরা সকলেই জানি রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্পের খোঁজ নিয়ে আসেন। রাজ্য সরকার রাজ্যের সমস্ত ধরনের বাসিন্দাদের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং যার মাধ্যমে রাজ্যবাসী উপকৃতও হয়েছে। রাজ্য সরকার রাজ্যের ছেলে-মেয়ে, মহিলা-পুরুষ ও বৃদ্ধদের জন্য বহু ধরনের জনমুখী প্রকল্প নিয়ে আসেন। শুধু তাই নয় রাজ্য সরকার সময়ে সময়ে তার প্রকল্পগুলিকে সংশোধন করেন এবং সুবিধা আরো বৃদ্ধি করে থাকেন। WB Govt Scheme

 

এবার রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য ফের এক নতুন উপহার দিতে চলেছে। এই প্রকল্পের সুবিধা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প অর্থাৎ লক্ষীর ভান্ডার প্রকল্পের থেকেও বেশি রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে 5000 টাকা। সাধারণত এতদিন ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পই মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বর্তমানে কিছু মানুষের জন্য এই নতুন প্রকল্প মুখে হাসি ফোটাবে। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের নাম’ সমুদ্রসাথী’ প্রকল্প। কে এই প্রকল্পের সুবিধা পাবেন? কিভাবেই বা আবেদন করা যাবে? আসুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

 

রাজ্য সরকারের অর্থ মন্ত্রকের বাজেট পেশার সময় রাজ্য সরকারের অর্থমন্ত্রীর মাধ্যমে সমুদ্রসাথী প্রকল্পের কথা উল্লেখ করেন ।এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মৎস্যজীবীরা উপকৃত হবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মৎস্য চাষীদের সমুদ্র যেতে বারণ করা হয় এবং এই সময় সংসার চালাতে হিমশিম খায় তারা। তাই সমুদ্র সাথেই প্রকল্পের মাধ্যমে বছরে দু’মাস তাদের 5000 করে টাকা দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার বাজেট পেশির সময় 200 কোটি টাকা বরাদ্দ করেন। সাধারণত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার মৎস্য জীবিরা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। WB Govt Scheme

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.