মাধ্যমিক পাশে পাওয়া যাবে 16,000 টাকা, রাজ্য সরকার দিচ্ছে দারুণ সুযোগ -WB Govt Scheme

রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যবাসীর জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসেন। এবার মাধ্যমিক পাশ করলে রাজ্য সরকারের এক প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে 16,000 পর্যন্ত টাকা। এবার সবার মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে, কীভাবে এই টাকা পাওয়া যাবে? কীভাবেই বা আবেদন করা যাবে। কারাই বা এই সুযোগ পাবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

Wb govt scheme

রাজ্য সরকার সাধারণত রাজ্যের বাসিন্দাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন। রাজ্য সরকার শুধু এক শ্রেণীর মানুষের জন্য নয়, প্রায় সব শ্রেনীর মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের সূচনা করেই চলেছেন। তিনি ছেলে বুড়ো থেকে কন্যা কিংবা মহিলা অথবা হোক না সে বয়স্ক সবার জন্য দারুণ দারুণ প্রকল্প নিয়ে উপস্থিতি রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাইনি এমন খুব কম পরিবার রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। WB Govt Scheme

রাজ্য সরকার শুধু নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন নি, তার পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের সুবিধাও তিনি বৃদ্ধি করেছেন। রাজ্য সরকারের প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এরপরে আরও বহু জনমুখী প্রকল্পের নাম এর সঙ্গে সঙ্গে উঠে আসে। রাজ্য সরকার খাদ্য সুরক্ষার জন্য খাদ্য সাথী এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আসেন। এছাড়াও ভাতা, কন্যাশ্রী, রুপশ্রী ও যুবশ্রী সহ পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রকল্প নিয়ে আসেন। আজকে আমরা মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য রাজ্যের ঐক্যশ্রী প্রকল্পের কথা বলতে যাচ্ছি। WB Govt Scheme

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম একটা হলো ঞক্যশ্রী প্রকল্প যা পড়ুয়াদের জন্য খুবই উপকারী। রাজ্য সরকারের এই স্কলারশিপে আবেদন করতে পারবেন সপ্তম থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। এক্ষেত্রে সর্বাধিক 16 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। মাধ্যমিক পাশ পড়ুয়ারা কিংবা উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অবশ্যই রাজ্যের স্কুলে সপ্তম বা তার উপরে পাশ করতে হবে। WB Govt Aikyashree Scheme

এক্ষেত্রে সপ্তম পাশ বা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ সকলেই আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপর প্রার্থীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। রাজ্যের ঐক্যশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। WB Govt Scheme

Official Website + Apply : Click Her

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"