দেশবাসীর জন্য ফের নতুন সুসংবাদ। এবার সরকারের এই প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে গাড়ি কেনার টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার গাড়ি আপনার কিন্তু টাকা দিবে সরকার। যদি আপনি নতুন চার চাকা কিংবা দু চাকার বাইক কিনবেন বলে ভাবছেন, কিন্তু হাতে হাতে টাকার টান পরেছে তাহলে আপনার জন্য এই দারুণ সুযোগটি। এই প্রকল্পের সুবিধা যারা পেতে চান, তারা শেষ পর্যন্ত পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হবে। Central Govt Scheme
আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন? এবং 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি কিনবেন বলে ভাবছেন? তাহলে কেন্দ্র সরকারের এই প্রকল্প মিস করবেন না। কেননা, ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি গাড়ি কিনলে এককালীন 50 হাজার টাকার ছাড় পেয়ে যাবেন। তাহলে ভারত সরকারের এই প্রকল্প হাতছাড়া করবেন কেন। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। Central Govt Scheme
সাধারণত রাজ্য সরকারের প্রকল্পের ( WB Govt Scheme) মতো কেন্দ্র সরকারও গাড়ি কেনার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, সামনে লোকসভা ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে দুই সরকারেই তাদের নানা রকম প্রকল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চলেছে। রাজ্য সরকার তার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমান বৃদ্ধি করেছে অন্যদিকে কেন্দ্র সরকার তার উজ্জ্বলা যোজনার সুবিধা আরও বৃদ্ধি করেছে। তবে যাইহোক দুই সরকারের নানান প্রকল্পে সকলে উপকৃত হবেন। Central Govt Scheme
সামনে লোকসভা ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে দুই ধরনের সুবিধা নিতে কেও ভুলবেন না। বর্তমান ভারতের অন্যতম লক্ষ্য হলো দেশকে ইলেকট্রনিক জিনিসের ব্যবহার আরও বৃদ্ধি করা তাই সরকার কর্তৃক এই প্রকল্পের সূচনা করা হয়েছে। কেননা দৈনন্দিন বাজারে গ্যাস ও তেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঠিক এমন সময়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার আরও বৃদ্ধি করতে চাই কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে 2 চাকা হোক বা 4 চাকা, গাড়ি কিনলে সরকার কর্তৃক 50 হাজার টাকার ছাড় দেওয়া হবে।
- রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন -WB Health Job Recruitment
- রেলে প্রায় 2 লক্ষ গ্রুপ ডি শূন্যপদ, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন – Railway Group D Recruitment
কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনলে কেন্দ্র সরকার দিবে 50 হাজার টাকা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশে যত তাড়াতাড়ি সম্ভব পেট্রোল বা ডিজেল গাড়ির পরিবর্তে ইলেক্ট্রিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করা। এর মাধ্যমে সরকার কর্তৃক গাড়ি কেনার উৎসাহ বাড়াতে এমন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। Central Govt Scheme
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |