1 এপ্রিল দারুণ ঘোষণা, মাত্র 500 টাকায় পাবেন রান্নার গ্যাস সিলিন্ডার -Govt Scheme

Published by
JR Team

আজ 1 এপ্রিল দেশবাসীর জন্য দারুন সুসংবাদ। রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও দেশবাসীকে নানাভাবে আর্থিক সহায়তা প্রদান করার জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসেই চলেছেন। এবারে 1 এপ্রিল দেশবাসীর জন্য আরো সুসংবাদ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি সরকার। এবার মাত্র 500 টাকার কাছাকাছি পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার। অর্থাৎ গ্যাস সিলিন্ডার পিছু 300 টাকার বেশি অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহকেরা। আসুন তাহলে সংশ্লিষ্ট ঘোষণা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। তার জন্য শেষ পর্যন্ত পড়বেন। Govt Scheme

কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকারও (WB Govt Scheme) নতুন নতুন প্রকল্প নিয়ে এসেই চলেছেন। সম্প্রতি রাজ্যবাসীর জন্য, রাজ্য সরকার লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ বাড়িয়ে দেন। এদিকে রাজ্যের বিভিন্ন সরকারি ও অস্থায়ী কর্মীদের জন্য বেতনবৃদ্ধি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  অন্যদিকে থেমে নেই কেন্দ্র সরকারও।তিনিও দেশবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসে চলেছেন। কেননা সামনে লোকসভা ভোট আর এই ভোট কে কেন্দ্র করে দুই সরকারের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। Govt Scheme

 

কেন্দ্র সরকার সামনে লোকসভা ভোট কে কেন্দ্র করে দেশবাসীর জন্য নানা ধরনের ঘোষণা করেছেন। বিশেষত তিনি মহিলাদের জন্য নানা ধরনের নতুন নতুন স্কিমের কথা ঘোষণা করেছেন। তিনি দেশের গর্ভবতী মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে 6000 টাকা প্রদান করছেন। যেখানে তিনি 4 কিস্তির মাধ্যমে এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠাবেন। এর পাশাপাশি কন্যা সন্তান জন্মালে তার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samridhi Yojna) মাধ্যমে এককালীন প্রচুর টাকা জমার প্রকল্প নিয়ে এসেছেন। এছাড়াও তিনি মহিলা সম্মান সেভিং একাউন্ট সহ লাখপতি দিদি স্কিম নিয়ে আসেন। যার মাধ্যমে দেশের মহিলারা নানাভাবে উপকৃত হবেন। Govt Scheme

কিন্তু অন্যদিকে দেশের মহিলাদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প উজ্জ্বলা যোজনার (Ujjawala Yojna) সুবিধার আরও বৃদ্ধি করতে চলেছেন। ফের একবার উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে নতুন করে আরও নতুন গ্যাস সিলিন্ডার দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য আরো 100 টাকা অতিরিক্ত ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। এর ফলে স্বরাঞ্চলে প্রায় 800 টাকায় পাওয়া যেত রান্নার গ্যাস সিলিন্ডার। কিন্তু তার মধ্যে আরো খুশির বার্তা শোনালো নরেন্দ্র মোদি সরকার। আর এই সুবিধা লাগু হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে। Govt Scheme

সাধারণত দেশের কয়েক কোটি মহিলা উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন। কেন্দ্র সরকার কর্তৃক 31 শে মার্চ 2024 পর্যন্ত 300 টাকা ভর্তুকির কথা বলেছিলেন। এবার প্রায় সর্বমোট 400 টাকার ছাড় পেতে চলেছেন উজ্জলা যোজনার আওতায় থাকা সেই সমস্ত বিশেষ মহিলারা। কেননা 1 এপ্রিল 2024 থেকে আরও 1 বছর পর্যন্ত এই ভর্তুকির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে মাত্র 500 টাকার কাছাকাছি পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার। তবে এটি শহরাঞ্চলের জন্য বেশি কার্যকরই কারণ সেখানে গ্রামাঞ্চলের থেকে মূল্য সাধারণত কমই থাকে। তবে এই ছাড় শহর থেকে গ্রাম সকলেই পেতে চলেছেন।

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

This website uses cookies.