ঘরে বসে পঞ্চায়েতের নানা সার্টফিকেট, মোবাইল করুন আবেদন – WB Govt Panchayet App Published

WB Govt Panchayet App Published : বর্তমান ডিজিটাল যুগ আর সমস্ত পরিষেবা কে ডিজিটাল করতে সরকারপক্ষ এখন মাঠে নেমেছে। কেননা এখন থেকে সরকার পক্ষ চাই সমস্ত সরকারি পরিষেবা যেন সাধারণ মানুষ ঘরে বসে পাই। বর্তমানে ইন্টারনেট পরিষেবা চালানো জানেনা এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছেলে বুড়ো থেকে সকলেই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে। তাই সরকার চাই এবার থেকে যেন মানুষ লাইনে না দাঁড়িয়ে সরাসরি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ফর্ম ফিলাপ করে তার সুবিধা নিতে পারেন। এবার তার জন্য রাজ্য সরকার আরো একধাপ এগুলো। WB Govt Panchayet App Published

wb govt Panchayet app published

ঘরে বসে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধা

আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি রাজ্যের বাসিন্দাদের জন্য দারুন সংবাদ নিয়ে এসেছেন। রাজ্যের বাসিন্দাদের জন্য এমন এক মোবাইল অ্যাপ নিয়ে এসেছেন যার মাধ্যমে রাজ্যের বাসিন্দারা ঘরে বসে বিভিন্ন সরকারি পরিষেবা নিতে পারেন। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করে আপনি পরবর্তীতে সেই আবেদনকৃত ফ্রমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন ঘরে বসেই।

পঞ্চায়েত দপ্তরের শুরু হলো পঞ্চায়েত অ্যাপ :

সম্প্রতি রাজ্য সরকার করতে এমন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন ধরনের ফরম ফিলাপ থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপ এখন মানুষ ঘরে বসেই করতে পারবেন। সাধারণত বার্থ সার্টিফিকেট কিংবা ডেট সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন ধরনের সাধারণ মানুষকে পঞ্চায়েতে লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এবার থেকে তা না বাট রাজ্য সরকার করতে পঞ্চায়েতের একটি অ্যাপ লঞ্চ করা হলো যার মাধ্যমে আপনি ঘরে বসে এই সমস্ত সুবিধা গুলি পেতে পারেন। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পঞ্চায়েতের মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে পারেন :

পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পঞ্চায়েতের বিভিন্ন ফর্ম ফিলাপ করতে পারেন যেমন ইনকাম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট, কালেক্টর সার্টিফিকেট কিংবা ডিসটেন্স সার্টিফিকেট সহ কাপ সার্টিফিকেট। এছাড়াও এক্ষেত্রে আরো অন্যান্য পরিষেবা দেওয়া হবে। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হলো এই সমস্ত পরিষেবা গুলির রাজ্যের বাসিন্দাদের কাছে সহজেই পৌঁছে দেওয়া।

মাত্র ১০ হাজারের খুলুন পোস্ট অফিস, মাধ্যমিক পাস যোগ্যতাই এখনই আবেদন করে ফেলুন – post office franchise business idea

কিভাবে এই সুবিধা পাবেন  

পঞ্চায়েত দপ্তর কর্তৃক যে পঞ্চায়েত app লঞ্চ করা হয়েছে তার মাধ্যমে আপনি এই সুবিধা গুলি নিতে পারেন এর জন্য আপনাকে প্লেস্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এরপর আপনার প্রয়োজন মত অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এরপর সাত দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন এপ্রুভ করা হবে এবং তারপরে আপনি সরাসরি সেই এপ্লিকেশন টি পেতে পারবেন বা আর কপি পেতে পারেন। পঞ্চায়েত কে ডিজিটালাইজ করার জন্য এমন পরিষেবা শুরু করা হয়েছে।

 

তবে এই অ্যাপের মাধ্যমে এখনো পর্যন্ত সব ধরনের কার্যক্রম চালু করা হচ্ছে না। সম্ভবত আস্তে আস্তে মানুষ এই অ্যাপ সম্পর্কে সচেতন হলে অ্যাপ এর মাধ্যমে অন্যান্য সুবিধা গুলিও দেওয়া হতে পারে। আরো বিস্তারিত জানতে আগে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা সংশ্লিষ্ট দপ্তর থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারেন।

রাজ্যে সরকারি কলেজে কর্মী নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন – WB Govt University Job Recruitment

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"