10 হাজার টাকা দিচ্ছে নবান্ন, শুধু মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক বা কলেজ পাশেই সুযোগ -WB Govt Nabanna Scholarship

এবার রাজ্যের পড়ুয়াদের জন্য দারুন সুযোগ নিয়ে উপস্থিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার নবান্ন থেকে মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাশদের জন্য দিচ্ছে 10,000 টাকা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং রাজ্য সরকারের এই সুযোগ নিতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন। কারা এই সুবিধা পাবেন? কিভাবে আবেদন করতে হবে?কি যোগ্যতা বা কি কি ডকুমেন্টস লাগবে? তা নিচে আলোচনা করা হলো – WB Govt Nabanna Scholarship 2024

Wb govt nabanna scholarship

রাজ্য সরকার কর্তৃক রাজ্যের মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রেজুয়েট পাশ করে থাকলে, সেই সমস্ত পড়ুয়াদের দেওয়া হচ্ছে 10,000 টাকা। রাজ্য সরকারের এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে রাজ্য নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ এর মাধ্যমে। রাজ্যের দুই বঙ্গ থেকে পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। ঠিকঠাকভাবে আবেদনপত্র জমা করতে পারলেই পেয়ে যাবেন 10,000 টাকা। WB Govt Nabanna Scholarship 2024

 

রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আসলে দুটি একই স্কলারশিপ। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উত্তর কন্যা স্কুলারশিপ নামে পরিচিত। আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আবেদন জানাতে হবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে? WB Govt Nabanna Scholarship 2024

 

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে? 

1. এই স্কলারশিপে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশদের জন্য 65 শতাংশ অথবা উচ্চ মাধ্যমিক পাশদের জন্য 60 শতাংশ কিংবা গ্রেজুয়েস্ট পাশদের জন্য 55 শতাংশ নম্বর থাকতে হবে।

2. নবান্ন স্কলারশিপ কিংবা উত্তর কন্যায় স্কলারশিপে আবেদন করতে গেলে পড়ুয়াদের পরিবারের বাৎসরিক আয় 60 হাজার টাকা কিংবা তার কম হতে হবে।

3. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

4. আবেদনকারী যদি বিকাশ ভবন স্কলারশিপ কিংবা অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে আবেদন জানাতে পারবেন না

 

নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপের আর্থিক সাহায্যের পরিমাণ : এক্ষেত্রে পড়ুয়ারা সফলভাবে আবেদন করলে এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের বার্ষিক 10,000 টাকা দেওয়া হবে। WB Govt Nabanna Scholarship 2024

 

আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে :

1. প্রথমত আবেদনের জন্য অফলাইন আবেদন পত্র সংগ্রহ করতে হবে (নিচে ডাউনলোড করার লিংক দেওয়া হবে)

2. শেষ পাশ করা পরীক্ষার মার্কশীট

3. নতুন কোর্সে ভর্তি হওয়ার রশিদ

4. নিজের ডিক্লারেশন

5. এমএলএ রিকমেন্ডেশন সার্টিফিকেট

6. সরকারি এ গেজেটেড অফিসারের দ্বারা ইনকাম সার্টিফিকেট

7. পাসপোর্ট সাইজের ছবি

8. অন্যান্য

 

আবেদন পদ্ধতি : নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ এ আবেদন জানাতে হবে কেবল অফলাইন মাধ্যম অবলম্বন করে –

1. প্রথমে সংশ্লিষ্ট আবেদন পত্র ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে

2. এরপর ওই আবেদনপত্রের খালি ঘরে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে

 3. আবেদনপত্রে যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এবং যথাস্থানে নিজের সিগনেচার করতে হবে

 4. এরপর সব ঠিকঠাক ভাবে পূরণ করে নিয়ে তার সঙ্গে জরুরি ডকুমেন্টসমূহের জেরক্স কপিগুলি দিয়ে একটি খামের ভেতর ভর্তে হবে।

 5. মনে রাখতে হবে এক্ষেত্রে প্রত্যেকটি নথিপত্রে এই গেজেটেড অফিসার এর এটাস্টেট থাকতে হবে

আবেদনপত্রটি নিজে কিংবা অভিভাবক উভয় মাধ্যমে জমা করা যাবে।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা : এক্ষেত্রে আবেদন পত্র দুই বঙ্গের পড়ুয়াদের জন্য জন্য আলাদা আলাদা ঠিকানায় জমা করতে পারবেন –

দক্ষিণবঙ্গ -Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরবঙ্গ : UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ উল্লেখ নেই, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করতে পারবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরেই।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন –

Nabanna Scholarship Application Form

Official Website : Click Here