সরকারি কর্মীদের জন্য বিরাট দুঃসংবাদ! বিস্তারিত জেনেনিন এক্ষুনি -WB Govt Job Update

Published by
Mr Jobre

গোটা দেশজুড়ে চলছে লোকসভা ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে একেক রকম নতুন নতুন ঘোটনা সামনে আসছে। এবার এমনএক বার্তা সামনে এলো যা সরকারি কর্মীদের কপালে ভাজ ফেলেছে। কেননা ভোটকে কেন্দ্র করে সরকারি কর্মীদের জন্য এমন এক বার্তা এলো যা রীতিমতো চমকে দিবে। একদিকে 26 হাজার শিক্ষক ও শিক্ষিকা আজ চাকরি হারা অন্যদিকে এই দুঃসংবাদ। WB Govt Job Update

গত কয়েকদিন ধরে সরকারি চাকরি নিয়ে অনিশ্চয়তার খরব ঘুরে বেড়াচ্ছে। কেননা গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এমনকি শুধু তাই নয়, আরও বহু চাকরি যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এখনো পুরোপুরি বাতিল বলা চলেনা। কেননা বর্তমানে চাকরি বাতিল বিষয়টি সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। তবে চাকরি যে থাকবেই তারও নিশ্চয়তা নেই।

 

আমরা সকলে জানি বর্তমানে সারা দেশজুড়ে চলছে লোকসভা ভোট। ইতিমধ্যে 2 দফায় ভোট সম্পন্নও হয়েছে কিন্তু একি? ভোট চলাকালীন সরকারি কর্মীদের জন্য আসলো এক খারাপ সংবাদ। সম্প্রতি হিন্দুস্তান বাংলার রিপোর্ট অনুযায়ী, ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের যাবতীয় ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ভোটের ডিউটিতে থাকা সরকারি কর্মীদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আরও বহু তথ্য ফাঁস হচ্ছে। WB Govt Job Update

 

রিপোর্ট থেকে এও জানা গিয়েছে, কোন পোলিং পার্টির সঙ্গে ডিউটিতে যাবেন, এমনকি তাদের পোলিং স্টেশনের নামও। অভিযোগ উঠেছে, পোলিং স্টাফ রা কোন কোন ব্লকে দায়িত্বে থাকছেন তার খবরও পৌঁছে যাচ্ছে বিভিন্ন দলের নেতাদের কাছে। এর জেরে সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠা শুরু করেছে। এও অনেকে আশঙ্কা করছে যে, শুধু নিজে না, পরিবারও নিরাপত্তায় ঝুঁকিতে আছে। WB Govt Job Update

 

এদিকে সরকারি কর্মীদের মধ্য থেকে জানা গিয়েছে, তারা নিরাপত্তা নিয়ে কমিশনের কাছে এর আগেও অভিযোগ করেছেন। তবে তাতেও কোন কাজ হয়নি বলে দাবি তাদের। এদিকে ভোট কর্মী বিশেষত শিক্ষকেরা জানায়, পোলিং সংক্রান্ত চিঠি স্কুলের প্রধান শিক্ষকের কাছে খামে ভরে আসে তাহলে ফাঁস হচ্ছে কী করে। এই প্রশ্ন অজানা অনেকের। WB Govt Job Update

আরও জানা যায়, সরকারি কর্মীদের মধ্যে অনেকে এই অভিযোগ নিয়ে কমিশনের কাছে গেলে কমিশন তাদের আশ্বস্ত করে। তবে পরবর্তী আরও পদক্ষেপ নিতে পারে বলে জানা গিয়েছে।

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.