অবশেষে রাজ্যে Group D কর্মী নিচ্ছে মমতা সরকার, 23 জেলা থেকে নিয়োগ -WB Govt Job Recruitment

অবশেষে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পলিটেকনিক কলেজে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের রোপা 2019 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে 17,000-43,600 টাকা। মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Job Recruitment

wb govt job recruitment

পদের নাম : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গ্রুপ ডি (Group D) পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা গ্রুপ ডি (Group D) পদে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধু অষ্টম পাশ বা তার সমতুল্য।

 

বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের গ্রুপ ডি পদে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও SC,ST,OBC কিংবা PWD থেকে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা অষ্টম পাশ যোগ্যতার অধিকারী এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে সর্বপ্রথম সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।

1. আবেদন লিঙ্কে ক্লিক করার সময় মনে রাখতে হবে আপনি যেন ভালো ইন্টারনেট কানেকশনের সঙ্গে যুক্ত থাকেন।

2. এরপর আবেদন করার পূর্বে নিদিষ্ট সাইজ অনুযায়ী ফটোকপি ও সিগনেচার আপলোড করতে হবে।

3. এরপর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে

4. আবেদন করার সময় জরুরি সমস্ত তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে

5. এরপর ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

6. মনে রাখতে হবে আবেদন পত্র ভূল হলে সিলেকশন কমিটি কোনো ভাবে দায়ি থাকবেনা

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর সম্পর্কে পরবর্তী আপডেট সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। WB Govt Job Recruitment

 

অনলাইন আবেদনের তারিখ সমূহ : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন 16-03-2024 থেকে 21-04-2024 পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নিচে তার লিঙ্ক দেওয়া হল –

Online Application : Click Here

Official Notice : Download 

x