মমতার রাজ্যে প্রত্যেক পৌরসভায় কর্মী সহ কারিগরি বিভাগে প্রচুর কর্মী নিয়োগ – WB Govt Job Recruitment 2024

WB Govt Job Recruitment 2024: রাজ্য সরকারের একাধিক দপ্তরে জরুরী ভিত্তিতে প্রায় ১,৫০০ কাছাকাছি কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক ও স্থায়ী উভয় প্রকার কর্মী নিয়োগ করা হবে। পুর-নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পুলিশ বিভাগে এই নিয়োগ করা হবে। রাজ্যের সকল চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাই দীর্ঘদিন যাবত যারা সরকারি চাকরির প্রতীক্ষায় বসেছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের মাধ্যমে চাকরি পেতে পারেন।

 Wb govt job recruitment 2024

এখানে মূলত রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট মহকুমার সংখ্যা ৯৯ টি। এই হিসাবে মোট ৯৯ জন আইনি পরামর্শদাতা নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রতিটি মহকুমায়। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী মিলিয়ে মোট ৫৮৩ জন ইঞ্জিনিয়ার। পুর দপ্তরে সব মিলিয়ে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জনকে। সবমিলিয়ে মোট ১৪৪৫ জন কর্মীকে নিয়োগ করা হবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে।

গত সোমবার বিধানসভার মন্ত্রী পরিষদের বৈঠকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিভাগে দেড় হাজারে কাছাকাছি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া মূলত পুর-নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পুলিশ বিভাগে সম্পূর্ণ করা হবে। বিধানসভায় সর্বজনসম্মত ভাবে সিদ্ধান্তকে কার্যকরী করার অনুমতি প্রদান করেছেন। কিছুদিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। এছাড়াও রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের তরফে ধান ক্রয় করার জন্য ১৮ হাজার ২০০ কোটি টাকায় প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে রাজ্য সরকার গ্রাম বাংলার কৃষকদের কাছ থেকে ৬৮ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করবেন।

 

এছাড়াও কৃষকেরা যাতে তাদের ধানের সঠিক মূল্য পায় সেদিকে নজর রেখে রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করেছেন। এই খাতে রাজ্য সরকার ২০২৫ অর্থবছরে ১৫ হাজার ৭৩৪ কোটি টাকা ভোর্তুকি প্রদান করেছেন। যার ফলে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। জলের অপর নাম জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, তবে গ্রাম বাংলার বহু অঞ্চলে আর্সেনিকযুক্ত দূষিত জলের কারণে গরিব মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

তাই মন্ত্রী সভার বৈঠকে রাজ্যের সকল প্রত্যন্ত অঞ্চলে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ পরিবারকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB Health Gardener Recruitment

এছাড়াও বর্তমান রাজ্যের একাধিক বিশৃংখল পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সমস্ত পুলিশ এলাকায় একজন করে আইনজীবীকেও নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের তরফে। যার ফলে কোন অঞ্চলে কোন ঘটনা নিয়ে বিশৃঙ্খল তৈরি হলে পুলিশ অথবা স্থানীয় প্রশাসনের কি কর্তব্য রয়েছে সেই সম্পর্কিত ধারণা আইনজীবী প্রদান করবে। সাম্প্রতিক ঘটে যাওয়া আর জি কর সহ অন্যান্য ঘটনায় পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের দায়িত্ব নিয়ে সাবাল উঠেছিল সর্বত্র মহলে।

ভবিষ্যতে রাজ্য সরকারকে এই ধরনের ঘটনা এড়াতে আইনজীবীরা বিশেষ সহায়তা করবেন। গত সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে প্রায় দেড় হাজারে কাছাকাছি বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হলে আমরা আপনাদের সর্বপ্রথমে জানিয়ে দেব।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x