গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব 2 -WB Govt Job Preparation

Published by
JR Team

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন, তারা আমাদের দেওয়া মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ রেগুলার ফলো করবেন। আমরা প্রথম দিকে বিগত কয়েক বছরের বিভিন্ন পরীক্ষায় আসা পঞ্চায়েতের বিভিন্ন পদের সম্পর্কযুক্ত কিছু বিশেষ জরুরী প্রশ্ন ও উত্তর আলোচনা করব। পরবর্তীতে আমরা নতুন নতুন আরো সিলেবাস ঠিক প্রশ্ন উত্তর আলোচনা করব। যারা পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য আবেদন জানাবেন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের প্রশ্ন উত্তর গুলোকে মনোযোগ সহকারে পড়বেন। WB Govt Job Preparation Set 2

বিভিন্ন পদের সিলেবাস আলাদা আলাদা থাকে। তবে যে সমস্ত পথগুলি গ্রুপ সি লেভেলের কিংবা গ্রুপ ডি লেভেলের সেই সমস্ত পদগুলিতে সিলেবাস প্রায় একই ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে কিছু কিছু পদের ক্ষেত্রে শুধু প্রশ্ন সংখ্যা কমবেশি থাকে। সাধারণত বাংলা, ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে। আজকে আমরা এই চারটি বিষয়ের উপর নির্ভর করে কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করতে যাচ্ছি যা বিগত বছরে বিভিন্ন পঞ্চায়েত পরীক্ষায় এসেছে। WB Govt Job Preparation

 

1. নিচের কোন বানানটি সঠিক? 

ক) বীভিষিকা

খ) বিভিষিকা

গ) বিভীষিকা

ঘ) বীভীষিকা

 

2. আক্কেল গুড়ুম – এই বাগধারাটির অর্থ হল –

ক) আক্কেল সেলামি

খ) মাথা গরম

গ) বোকামির দন্ড

ঘ) হতবুদ্ধি

 

3. প্রথম আলো উপন্যাসটি কার লেখা? 

ক) সমরেশ মজুমদার

খ) সমরেশ বসু

গ) সুনীল গঙ্গোপাধ্যায়

ঘ) মানিক বন্দোপাধ্যায়

 

4. ২৫ শতাংশ হল – 

ক) ১/৩ অংশ

খ) ১/৪ অংশ

গ) ১/২ অংশ

ঘ) ১/৫ অংশ

 

5. গসাগু নির্ণয় করো – ৩৬ ও ৪২ এর –

ক) ১২

খ) ১৪

গ) ১৬

ঘ)  ১০

 

6.ILO এর হেত কোয়ার্টার কোথায় অবস্থিত? 

ক) মনিলা

খ) প্যারিস

গ) ওয়াশিংটন

ঘ)  জেনেভা

 

7. NRHM এর পুরো নাম কী? 

ক) National Rural Horticulture Mission

খ) National Rural Health Mission

গ) National Regional Health Mission

ঘ) National Regional Horticulture Mission

 

8.পঞ্চায়েত রাজ এর তিনটি স্তরের মধ্যে প্রথমটি হল –

ক) গ্রাম পঞ্চায়েত

খ)  পঞ্চায়েত সমিতি

গ) জেলা পরিষদ

ঘ)  কোনো টি নয়

 

9. Synonym – Alibi 

ক) Decide

খ) Consider

গ) Explanation

ঘ) কোনোটি নয়

 

10. Fill in the blank -…… did Raja Rao pass away? 

 ক) When

খ) Where

গ) Who

ঘ) What

 

উপরোক্ত প্রশ্ন গুলি আগে একটি সাদা কাগজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এরপর সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আমাদের দেওয়া উত্তরপত্রটি দেখে মিলিয়ে নিবেন।

 

এভাবে প্রতিনিয়ত সিলেবাসিক প্রশ্ন উত্তর পেতে চাইলে আমাদের WhatsApp ও Telegram Channel এ যুক্ত হবেন।

যদি আপনাদের উপর তো স্বপ্নগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দূরে থাকবেন ও অন্যজনের কাছে শেয়ার করবেন।

 

  উত্তরসমূহ : 1.উঃ- গ, 2.উঃ- ঘ, 3. উঃ- গ, 4.উঃ -খ, 5.উঃ- ক, 6.উঃ- ঘ, 7.উঃ-খ, 8. উঃ -ক, 9.উঃ- গ, 10. উঃ-ক।

 

JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.