বন্ধুরা আমরা সকলেই জানি সামনে রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা হতে চলেছে। ইতিমধ্যে ওই নিয়োগের আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। তাই আমরা এই পোর্টালের মাধ্যমে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি যার মাধ্যমে আপনি অতি সহজেই এই পরীক্ষা পাশ করতে পারবেন। এছাড়াও যে সমস্ত প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি তার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক। বিশেষ করে, রাজ্যের বেশ কয়েক জেলার পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী এই প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। WB Govt Job Preparation Set 1
আমরা প্রতিনিয়ত আপনাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি, যা আপনাকে খুব সাহায্য করবে। আমাদের লক্ষ্য কম সময়ে সিলেবাস ভিত্তিক জরুরী প্রশ্ন উত্তর জেনে পরীক্ষা পাস। তাই যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন জানাবেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের পোর্টাল প্রতিনিয়ত ফলো করবেন। প্রত্যেক সেটে 10 টি করে প্রশ্ন উত্তর দেওয়া হবে যা পূর্ববর্তী কোন পঞ্চায়েত পরীক্ষায় এসেছে। WB Govt Job Preparation Set 1
1. প্রত্যয় কত প্রকার?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
2. ‘আয় অনুসারে ব্যয় করে যে ‘ এই বাক্যটি এক কথায় প্রকাশ করলে হবে –
ক) অমিতব্যয়ী খ) মিতাহারী গ) মিতব্যয়ী ঘ) ক্ষুন্নিবৃত্তি
3. NABARD এর পুরো নাম কী?
ক) National Bank For Agriculture and Rural Development
খ) National Bank For Animal Resource Development
গ) National Bank For Rural Development
ঘ) উপরের কোনোটি নয়
4. ছৌ নাচ নীচের কার সঙ্গে সম্পর্ক যুক্ত –
ক) নদিয়া খ) পুরুলিয়া গ) বীরভূম ঘ) জলপাইগুড়ি
5. দেশবন্ধু উপাধি কার সঙ্গে সম্পর্ক যুক্ত –
ক) বি আর আম্বেদকর
খ) বি সি পাল
গ) সি আর দাস
ঘ) সি বন্দোপাধ্যায়
6. আলয় এর অর্থ কী –
ক) আকাশ
খ)পুত্র
গ) গৃহ
ঘ) নদী
7. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
ক) নদিয়া
খ) জলপাইগুড়ি
গ) কলকাতা
ঘ) বীরভূম
8. পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কোনটি?
ক) কোকিল
খ) ময়ুর
গ) টিয়াপাখি
ঘ) মাছরাঙ্গা
9. ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় –
ক) ৭০ তম সংবিধান সংশোধন দ্বারা
খ) ৭১ তম সংবিধান সংশোধন দ্বারা
গ) ৭২ তম সংবিধান সংশোধন দ্বারা
ঘ) ৭৩ তম সংবিধান সংশোধন দ্বারা
10. ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরের নাম হলো –
ক) গ্রাম পঞ্চায়েত
খ) পঞ্চায়েত সমিতি
গ) জেলা পরিষদ
ঘ) কোনোটি নয়
উত্তর সমূহ : 1 উঃ -খ, 2 উঃ- গ, 3 উঃ- ক, 4 উঃ-খ, 5 উঃ-গ, 6 উঃ- গ, 7 উঃ -গ, 8 উঃ-ঘ, 9 উঃ- ঘ, 10 উঃ -খ।
গাড়ি কিনতে 50 হাজার টাকা দিচ্ছে সরকার, সুযোগ হাতছাড়া করবেন না- Govt Scheme
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন –
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
This website uses cookies.