রাজ্যবাসীদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। যে সকল তরুণ তরুণীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। কয়েকদিন আগে এই বার্তা নবান্ন থেকে প্রদান করেছে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। WB Govt Job For Aspirants
নবান্ন থেকে এই দিন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লেদার কমপ্লেক্সে ১০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। লেদার কমপ্লেক্সে বিনিয়োগের কথা শুনে মুখে হাসি ফুটেছে বহু মানুষের। এর পাশাপাশি তিনি বলেছেন যে প্রচুর ট্যানারি ও জুতো তৈরীর কারখানা পশ্চিমবঙ্গে হতে চলেছে। প্রায় ১৪৭ টি ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির কারখানা তৈরি হবে এই বাংলায়। আর এই ট্যানারি ও জুতো তৈরির কারখানায় প্রায় ৭ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।WB Govt Job For Aspirants
গত বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে একাধিক শিল্পপতি এবং শিল্প দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে বিভিন্ন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আলিপুরে হিডকোর তরফ থেকে একটি মল বানানো হবে। এই মলে সাধারণ মানুষের জন্য যে জিনিস পাওয়া যাবে তার ৫০% তৈরি হবে লেদার কমপ্লেক্সে এবং বাকি ৫০% থাকবে রাজ্যের ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত সামগ্রী।WB Govt Job For Aspirants
এই বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবাংলায় বিপুল ক্ষমতাসম্পন্ন পানীয় জল সরবরাহ কেন্দ্র তৈরি করা হবে। এই পানীয় জলের কেন্দ্র তৈরি করার জন্য রাজ্য সরকার প্রায় ৪৭৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত পানীয় জল একদিকে যেমন ট্যানারির কাজে লাগবে, তেমনই আশেপাশের এলাকার বিভিন্ন মানুষের জলের চাহিদাও মিটবে।
আলিপুর মিউজিয়ামের সামনে লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মলও বানানো হবে। এই মল তৈরীর ব্যাপারে উদ্যোগ নিয়েছে হিডকো। হিডকোর এমন উদ্যোগে বাংলার বহু মানুষ আশার আলো দেখেছে। Written by Nupur Chattopadhyay
পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন লক্ষাধিক, আবেদন করুন এখনই -IPPB Recruitment
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you