অবশেষে রাজ্যে BDO অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, সরাসরি চাকরি -WB Govt Job Recruitment

Published by
Mr Jobre

অবশেষে পশ্চিমবঙ্গের BDO অফিস গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে ইতিমধ্যে আবেদন চাওয়া হয়েছে তবে অবশ্যই আবেদনকারীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, রাজ্যের জেলার বেশ কয়েকটি BDO অফিসে সরাসরি কর্মী নিয়োগ দেওয়া হবে। রাজ্যের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি-প্রার্থীরা  আগ্রহী এবং যোগ্য তারা সংশ্লিষ্ট আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের শেষ পর্যন্ত পড়বেন। WB Govt BDO Office Job Recruitment

আবেদন প্রক্রিয়া : রাজের সংশ্লিষ্ট BDO অফিস গুলির নিয়োগের ক্ষেত্রে, যে সকল চাকরি প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী হবে, তাদের এক্ষেত্রে আবেদনপত্র জমা করতে হবে ঠিকই তবে তা আগে জমা করতে হবে না। অর্থাৎ প্রার্থীকে একটি আবেদন পত্র দেওয়া হবে তা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা আমাদের দেওয়া নিচে লিংক থেকে কিংবা অফিসিয়াল নোটিসের সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সেটি ঠিকঠাক ভাবে পূরণ করার পরে ইন্টারভিউ এর দিন সমস্ত জরুরি ডকুমেন্টস সমেত নিয়ে উপস্থিত হতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : রাজ্যের সংশ্লিষ্ট BDO অফিসের নিয়োগের ক্ষেত্রে, যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে এক্ষেত্রে প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর সব ঠিকঠাক থাকলে, এরপর তাদের ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। সবশেষে ইন্টারভিউ এর পর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে।

 

ইন্টারভিউ দিন জরুরী কিছু ডকুমেন্টস : যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্টারভিউতে উপস্থিত হতে চাই, তাদের এক্ষেত্রে আবেদনপত্রসহ বেশ কিছু জরুরী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে –

1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র কিংবা জন্ম সার্টিফিকেট

2. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসমূহ

3. আবেদনকারী যদি কোন রিজার্ভ জাতি থেকে হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট

4. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি

5. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড

6. আবেদনকারীর পূর্ববর্তী কাজের জরুরি ডকুমেন্টস

7. পদ সম্পর্কে অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

 পদের নাম ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো 

 পদের নাম : অতিরিক্ত পরিদর্শক

 

বয়সসীমা : যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক ৬৪ বছর কিংবা তার কম।

 

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে সংশ্লিষ্ট BDO অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তি লক্ষ্য করতে হবে। নিচে তার লিঙ্ক দেওয়া হলো।

 

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১২০০০ টাকা।

ইন্টারভিউ-র তারিখ : ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরিপ্রার্থী আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে তার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিশ আগে ডাউনলোড করে নিবেন এবং তারপরে বিস্তারিত জেনে আবেদন করবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 

x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.