Scheme Update

লক্ষীর ভান্ডার নয়! এই প্রকল্পে একাউন্টে আসবে কড়কড়ে 10,000 টাকা, কারা ও কীভাবে পাবেন? দেখুন – WB Government TS Scheme

Published by
Team JR

WB Government TS Scheme :রাজ্য সরকারের তরফে নতুন প্রকল্পের মাধ্যমে পাবেন ১০,০০০ টাকা। ইতিমধ্যে নতুন প্রকল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যেহেতু প্রকল্পটি রাজ্য সরকারের, তাই এর সুবিধা পেতে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছে।

রাজ্যের ৮ থেকে ৮০ সকল বয়সের নাগরিকদের জন্য প্রকল্প রয়েছে। তার মধ্যে মহিলাদের জন্য একাধিক জনপ্রিয় প্রকল্প তোর রয়েছেই।‌ রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – আলোশ্রী, উৎকর্ষ বাংলা, কন্যাশ্রী, খাদ্যসাথী, রূপশ্রী, যোগ্যশ্রী, লোকপ্রসার, শিক্ষাশ্রী, শিশুসাথী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী প্রভৃতি। এবার এই লিস্টে নতুন করে যুক্ত করা হলো আরেকটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পটি নাম হল তরুণের স্বপ্ন (Taruner Swapna)। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী তরুণ-তরুণীদের ১০,০০০ টাকা করে দেয় সরকার। নিম্নে প্রকল্প সমন্বিত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

তরুণের স্বপ্ন (Taruner Swapna):

২০২০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরুন তরুণীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প সূচনা করেছেন। বর্তমানে এই প্রকল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রকল্পটি মূলত রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা প্রদান করেন রাজ্য সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য হল, পড়াশোনার সঙ্গে প্রযুক্তিকে সংযুক্ত করতে সাহায্য করা। সেই উদ্দেশ্যেকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র প্রয়াস। ‌আর্থিক সহায়তায় মাধ্যমে পড়াশোনার পাশাপাশি রাজ্যের ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিগত দিকে উন্নত হতে এবং একাধিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে পারবেন।

তরুণের স্বপ্ন (Taruner Swapna) সুবিধা:

তরুণের স্বপ্ন প্রকল্পটি রাজ্য সরকার ২০২০ সালে প্রথম শুরু করেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা প্রদান করা হয়। এই টাকা মূলত ছাত্র-ছাত্রীরা মোবাইল অথবা ট্যাব কেনার জন্য দেওয়া হয়। বর্তমানে ডিজিটাল যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে না চললে পিছিয়ে পড়তে হবে, তাই তথ্যপ্রযুক্তির দিক দিয়ে তাল মিলিয়ে চলতে গেলে নব প্রজন্মকেও তার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই ধারণা থেকেই রাজ্য সরকারের এই প্রকল্প। মূলত সমগ্র বিশ্বে যখন করণা মহামারীর কারণে ঘরবন্দী, তখন রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল অনলাইন।

আরও পড়ুন : PMUY এ পরিবার পিছু গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, কারা ও কীভাবে পাবেন? দেখুন বিস্তারিত

অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় উৎসাহিত হতে থাকে। তবে গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েদের স্মার্টফোন না থাকার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হতে থাকেন। তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ তাই তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে রাজ্য সরকারের এই প্রকল্পের সূচনা। বর্তমানে এই প্রকল্পের টাকায় রাজ্যের ছেলেমেয়েরা অনেকেই উপকৃত হয়েছেন। স্কুল বন্ধ থাকাকালীন অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারেন। বর্তমানে এক মাস পুজোর ছুটি থাকাকালীন স্কুল গুলোকে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আবেদন পদ্ধতি:

তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অন্য কোথাও যেতে হবে না, স্কুল থেকেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ছাত্র ছাত্রীরা যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুল থেকেই আবেদন করা যাবে। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি স্কুলে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকেনি বলে অভিযোগ উঠেছে। তবে টাকা না ঢুকলেও চিন্তার কোন কারণ নেই খুব শীঘ্রই একাউন্টে টাকা ঢুকে যাবে।

 আরও পড়ুন : রেলে বিনামূল্যে ট্রেনিং, সঙ্গে মাসে মাসে বেতন! মাধ্যমিক পাশে ভারতীয় রেলে দারুণ সুযোগ

 

x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.