DM অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেলায় চাকরির পোস্টিং – WB DLT Job Recruitment

Published by
JR Team

পশ্চিমবঙ্গের চাকরিদের জন্য ফের এক জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে জেলা লেবেল প্রশিক্ষক(DTL) পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট জেলার যে কোন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীগণ আবেদন জানাতে পারবেন। অবশ্যই প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে ধাপে ধাপে শূন্য পদ আবেদন পদ্ধতি যোগ্যতা বয়স ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হচ্ছে। WB DLT Job Recruitment

সর্ব প্রথমে আসা যাক আবেদন প্রক্রিয়ার সম্পর্কে : সমস্ত যে সমস্ত যোগ্য এবং আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট জেলার নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা এক্ষেত্রে সরাসরি অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। অফলাইন আবেদন পত্রের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্ট সমূহের উপর স্ব-স্বাক্ষর করে একটি খামের ভেতর ভরে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হল সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অবশ্যই ছুটির দিন বাদে আবেদন পত্র জমা করা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করা এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দেওয়া আবশ্যিক।

 

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীগণ আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮০ নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে ২০ নম্বরে। মোট মিলিয়ে ১০০ নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্নপত্র হবে এবং বিভিন্ন বিষয় অনুযায়ী নম্বর বিভাজ্য করা রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন।


পদের নাম : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা লেভেল প্রশিক্ষক ( District Level Trainers) নিয়োগ করা হবে। WB DLT Job Recruitment

 

বয়স সীমা : সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৫৫ বছরের মধ্যে।

 

 বেতন কাঠামো : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন কাঠামো সম্পর্কে নিচে একটি চার্ট দেওয়া হল –

 

আবেদন মূল্য : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে কোন আবেদন মূল্য ধার্য করা হয়নি বা অফিসিয়াল নোটিশে তা উল্লেখ করা নেই।

 


যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের যোগ্যতা থাকতে হবে নিচের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী। যেহেতু এক্ষেত্রে বিশেষ যোগ্যতার প্রয়োজন তাই স্ক্রিনশটটি ভালোভাবে দেখে নিবেন –

আবেদন করার শেষ তারিখ : সরাসরি আবেদনপত্র জমা করা যাবে ৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। সময় সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ছুটির দিন বাদে। WB DLT Job Recruitment

আবেদন পত্র জমা করার ঠিকানা : The office of Additional District Mission Director & Project Director, District Mission Management Unit and District Rural Development Cell, Krishnanagar, Nadia, PIN-141101

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.