রাজ্যে মাধ্যমিক পাশে জেলা কোর্টে ফের কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 32,100 টাকা – WB District Court Job Recruitment

WB District Court Job Recruitment : পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য ফের নতুন সুসংবাদ।এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন এবং প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে জেলা কোর্টের অধীনে। মহিলা পুরুষ সকল চাকরি প্রার্থীরা যোগ্যতা নিরিখে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তার আগে শেষ পর্যন্ত পুরো নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। WB District Court Job Recruitment 

রাজ্যে মাধ্যমিক পাশে জেলা কোর্টে ফের কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 32,100 টাকা - WB District Court Job Recruitment

 

পদের নাম : এক্ষেত্রে যারা কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের জানানো হয়েছে এক্ষেত্রে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং ইডব্লিউএস, ওবিসি এ ও বি সকলের জন্য ৩৫ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।

 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের মাসিক বেতন দেওয়া হবে ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা পর্যন্ত।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

বিভাগবিবরণ
পদের নামস্টেনোগ্রাফার
বয়স সীমা18-35 বছর (EWS, OBC-A, OBC-B প্রার্থীদের জন্য)
বেতন32,100 – 82,900
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ, কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপিং দক্ষতা আবশ্যক
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন মূল্য600 টাকা
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা (100 নম্বর), টাইপিং টেস্ট (100 নম্বর), এবং ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ22 জানুয়ারি 2025

 

রাজ্যে মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পৌরসভায় চাকরির সুযোগ – WB Health Workers Job Recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রথমে জেলার অফিসিয়াল ওয়েবসাইট অথবা জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ার শুরু করে জরুরী তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব ঠিকঠাকভাবে পূরণ করার পর প্রার্থীদের জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যা নির্দেশ দেওয়া রয়েছে। এরপর প্রার্থীদের অন্যান্য জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব ঠিকঠাক থাকলে প্রার্থীদের অনলাইন ফরমটি সাবমিট করতে হবে।

 

আবেদন মূল্য : এক্ষেত্রে আবেদন করতে মূল্য হিসেবে ৬০০ টাকা জমা করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে চাই সে সমস্ত প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ হলে তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

এক্ষেত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরে টাইপিং টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

TATA Consultancy Service : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, আগামীতে ক্যাম্পাসিং মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে

আবেদন করার তারিখ সমূহ : যে সমস্ত প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের ২২ই জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিংক নিচে দেওয়া হবে।

 

এই প্রতিবেদনে কেবল সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন 

 

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you