মাধ্যমিক পাশে জেলা কোর্টে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৭,১০০ টাকা – WB District Court Job Recruitment

WB District Court Job Recruitment : রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের এক নয়া সুসংবাদ। রাজ্যে জেলা কোর্টে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  মাধ্যমিক পাশ থেকে এক্ষেত্রে আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন করতে শেষ পর্যন্ত পড়বেন। নিচে জেলা কের্টের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। নিচে ধাপে ধাপে শূন্যপদ, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।

District-Court-Recruitment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
wb district court job recruitment

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-

পদের নাম সমূহ : এক্ষেত্রে রাজ্যের জেলা কোর্টের তরফে ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে গ্রেড ২ ও ৩ পদে নিয়োগ করা হবে।

 

যোগ্যতা সমূহ : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে আবেদন করতে গ্রেড অনুযায়ী আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে গ্রেড ৩ পদে আবেদন করতে প্রার্থীকে শুধু মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে। এর পাশাপাশি গ্রেড ২ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে।

WB District Court Job Recruitment :

বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং তার সর্বাধিক বয়স থাকতে হবে ৩৯ বছরের মধ্যে। এছাড়াও তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

 

মাসিক বেতন : গ্রেড ২ পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে নূন্যতম ৩৭,১০০ টাকা এবং গ্রেড ৩ পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে নূন্যতম ৩২,১০০ টাকা।

 

আবেদন পদ্ধতি : 

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র একটি নিদিষ্ট ফর্মেট সাইজ অনুযায়ী প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এক্ষেত্রে আপনি আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি ও আবেদন মূল্য জমার রশিদ জমা করতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : 

এক্ষেত্রে বেশ কিছু জরুরি ডকুমেন্টস সমূহ জমা করতে হবে –

১. আবেদন পত্র ( নিদিষ্ট ফরমেট)

২. যোগ্যতার ডকুমেন্টস

৩. পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি

৪. সেল্ফ এটাস্টেট পোস্টাল স্ট্যাম্প ৪৫ টাকা দুটি

৫. আবেদন মূল্য জমার ডিমান্ড ড্রাফট

৬.অন্যান্য জরুরি ডকুমেন্টস

ডাক বিভাগে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 19,900 টাকা – India Post Group C Recruitment

নিয়োগ প্রক্রিয়া : 

এক্ষেত্রে যারা সফল ভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে টাইপিং দক্ষতা ও ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করে।

 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Govt Job Recruitment

আবেদন পত্র জমা করার ঠিকানা : DISTRICT JUDGE cum CHAIRMAN, STAFF RECRUITMENT COMMITTEE, JHARGRAM, DISTRICT JUDGE’S COURT, P.O. + DISTRICT – JHARGRAM, PIN 721507,

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notification Download 
Application Formet Click Here

 

Join With Us👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x