WB District Court Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় জেলা আদালতের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় নারী পুরুষ নির্বিশেষে, সকলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের এক জেলার আদালতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাধিক শূন্য পদে স্ট্যানোগ্রাফার নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় পে লেবেল ১৩ অনুযায়ী বেতন নির্ধারিত করা হয়েছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
WB District Court Job Recruitment
আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট জেলা আদালতের তরফে স্ট্রানোগ্রাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স সীমা প্রভৃতি আলোচনা করা হয়েছে।
•পদের নাম:
সংশয় জেলা আদালতের তরফে, কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম পদটির নাম হল- ইংলিশ স্ট্যানোগ্রাফার গ্রেট- ২ এবং দ্বিতীয় পদটির নাম হল ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেট- ৩ ।
•শূন্য পদের সংখ্যা:
সংশ্লিষ্ট জেলা আদালতের এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদ রয়েছে একাধিক। এই শূন্য পদ গুলি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
•বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীর বয়স হতে হবে ০১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
•মাসিক বেতন:
স্ট্রানোগ্রাফার পদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পে লেবেল ১৩ অনুযায়ী মাসিক বেতন রয়েছে ৩৭,১০০ টাকা থেকে ৯৫,৫০০ টাকা ।
•শিক্ষাগত যোগ্যতা:
নিয়োগ প্রক্রিয়ায় দুটি ভিন্ন পদের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। স্ট্যানোগ্রাফার গ্রেট- ২ পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। স্ট্রেনোগ্রাফার গ্রেট- ৩ পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
Recruitment Board | District Court |
Post Name | Stenographer |
Application Process | Offline Mode |
Monthly Salary | 37,100 /- |
•আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্রটি ডাউনলোড করা হলে সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত নথি পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র পাঠানো ঠিকানা নিম্নে উল্লেখ রয়েছে।
•আবেদন জমা দেওয়ার ঠিকানা:
সংশ্লিষ্ট জেলা আদালতের তরফে স্ট্রানোগ্রাফার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীরা আবেদনপত্রটি পূরণ করার পর নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
DISTRICT JUDGE cum CHAIRMAN, STAFF RECRUITMENT COMMITTEE, JHARGRAM, DISTRICT JUDGE’S COURT, P.O. + DISTRICT – JHARGRAM, PIN 721507
•আবেদন মূল্য:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।
আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে 👇👇
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমরা প্রতিনিয়ত নতুন চাকরির খবর সহ আরও বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট দেওয়া হয়। আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন নানা ধরনের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |