পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য শুধু মাধ্যমিক পাসে চাকরির দারুন সুযোগ। রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই কলেজে চাকরি দারুন সুযোগ। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশে চাকরি খুজে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগটি। হাতছাড়া না করতে চাইলে শেষ পর্যন্ত পড়ুন আরো বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB College Job Recruitment
পদের নাম সমূহ : বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় পদে নিয়োগ করা হবে –
1. Cashier
2. Library Assistant
3. Lower Division Clerk
4. Store Assistant
5. Group D
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদগুলিতে আবেদন করতে গেলে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অন্যানয় সব পদের জন্য আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এছাড়াও গ্রুপ সি পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের কলেজের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে।
মাসিক বেতন : আবেদনকারীদের মাসিক বেতন দেওয়া হবে গ্রুপ সি পদের জন্য 22,700 টাকা থেকে 58,500 টাকা
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আগে দেখে নিতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ করা : সংশ্লিষ্ট নিয়োগের রাজ্য সিলেকশন কমিটির নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আবেদন করার শেষ তারিখ : 21-04-2024 পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
Official Notice : Download
Official Website : Click Here
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.
This website uses cookies.