অবশেষে রাজ্যের প্রার্থীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এক জেলার বিভিন্ন ব্লক অফিসের অধীনে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পূর্ব নোটিশের ভিত্তিতে ফের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। অষ্টম কিংবা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই দুই পদের যেকোনো এক পদে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Anganwari Job Recruitment
Memo No:- 291IICDS/DTA-II
Date : 11-07-2024
কী কী পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। তবে কিছু ব্লকে শুধু অঙ্গনওয়াড়ি কর্মী বা শুধু অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে।
যোগ্যতা : এক্ষেত্রে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে।WB Anganwari Job Recruitment
বয়সসীমা : এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থাকতে হবে এবং সর্বাধিক বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া : যোগ্যতা নিরিখে যে সমস্ত চাকরি প্রার্থীগণ জানাতে ইচ্ছুক হবেন তাদের এক্ষেত্রে অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমত অনলাইনের মাধ্যমে আবেদন ফরম ফিলাপ করতে হবে এবং পরবর্তীতে সেই ফর্মটি প্রিন্ট আউট বের করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। মনে রাখতে হবে প্রিন্ট আউট ফর্ম টি ও প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের জেরক্স কপি অফলাইন মাধ্যমে জমা না করলে সেই আবেদন বাতিল করা হতে পারে। অনলাইনে আবেদন করার সময় সরকারি যেকোনো প্রমাণপত্রের নম্বর দিয়ে ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। অফলাইনে আবেদন পত্র জমা করতে পারবেন সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
এছাড়াও আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে সফলভাবে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ভাইভা ভোস, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মতো প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হতে পারে। লিখিত পরীক্ষার দিন অবশ্যই যাবতীয় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।WB Anganwari Job Recruitment
শর্ত সমূহ :
1. এক্ষেত্রে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন
2. এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূলক এবং সম্মানজনক মূলক হবে
3. নিযুক্ত প্রার্থী নিজেকে সরকারি কর্মচারী বলে দাবি করতে পারবেনা না
4. এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 2010 সালের WPA 22145-এর NILMADHAB KARMAKAR-VERSUS – The STATE OF WEST BENGAL AND OTHERS-এ গৃহীত রায়ের ফলে মাননীয় সুপ্রিম কোর্টের সামনে দায়ের করা SLP-তে চূড়ান্ত রায় হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ : অনলাইন ও অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ০৫-০৮-২০২৪ তারিখ পর্যন্ত।
অনলাইন ই-এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৪ আগস্ট থেকে ২৩ আগস্ট ২০২৪ পর্যন্ত।
লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে -০৭-০৯-২০২৪ তারিখ সকাল ১১ টা।
আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট নিয়োগের নতুন নোটিশ ও পুরোনো নোটিশ উভয়ে ডাউনলোড করে বিস্তারিত জেনে-
নিবেন –
New Official Notification : Download
Old Official Notification : Download
Online Application Link : Click Here
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.