অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই জেলা, আবেদন করতে বিস্তারিত পড়ুন -WB Anganwari Job Recruitment

Published by
Mr Jobre

পশ্চিমবঙ্গের এক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট জেলার অধিবাসীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। এক্ষেত্রে যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের সংশ্লিষ্ট জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হবে। WB Anganwari Job Recruitment

 

পদের নাম : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। (WB Anganwari Job Recruitment)

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা নিরিখে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন তাদের অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অফলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিংবা অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট করে দিতে হবে। এরপর ওই আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রের সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নিজের নাম ঠিকানা ও পদের নাম উল্লেখ করে একটি বদ্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে জমা করতে হবে।

 

প্রয়োজনীয় নথিপত্র সমূহ :

১) সাম্প্রতিক সময়ে (আবেদন করার তারিখ থেকে ছয় মাস পূর্বের সময়ের মধ্যে) তোলা প্রার্থী তথা আবেদনকারিণীর রঙিন পাশপোর্ট মাপের ছবি ৩টি স্বপ্রত্যয়িত

২) জন্ম তারিখের প্রমাণপত্র- মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ (রেজিস্ট্রেশন)/ পাশ শংসাপত্র/ প্রবেশ পত্র (অ্যাডমিট কার্ড) স্বপ্রত্যয়িত

৩) জাতিগত শংসাপত্রের স্বপ্রত্যয়িত কপি (প্রযোজ্য হলে)

৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (স্বপ্রত্যয়িত কপি) ৫) স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র (আসল অর্থাৎ মূল নথি জমা দিতে হবে)

৬) আবেদনকারিণীর সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের স্বপ্রত্যয়িত নকল

৭) নিজের ঠিকানা লেখা ও ৫ (পাঁচ) টাকা মূল্যের ডাক ডিকিট লাগানো ৩টি খাম

 

নিয়োগ পদ্ধতি : এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্যতা নিরিখে উপযুক্ত হলে ওই প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে যা ৩৫ নম্বরের হবে, এরপর প্রার্থীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে ১০ নম্বর দেওয়া হবে, সবশেষে ৫ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মরতদের ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর দেওয়া হবে এবং ১১ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে ১০ নম্বর দেওয়া হবে।

 

শূন্য পদ সংখ্যা ও সংরক্ষণ : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ১২ টি শূন্য পদে নিয়োগ করা হবে তার মধ্যে ৮ টি শূন্য পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য এবং এবং বাকি চারটি পদ হয়েছে তপশিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত।

 

বয়স সীমা : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীরা সর্বাধিক ৬৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তবে নির্বিচ্ছিন্নভাবে পাঁচ বছর কর্মরত অবস্থায় থাকতে হবে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত হলে আবেদন জানাতে পারবে না বা ভবিষ্যতে নিয়োগপত্র পাবে না।

 

যোগ্যতা : আবেদন করতে যোগ্যতা হিসেবে যে সকল প্রার্থীরা ১- ৮-২০২২ তারিখের পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন তাদের এক্ষেত্রে আবেদন করতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে।

এছাড়াও যারা ১-৮-২০২২ তারিখের পরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এই নিয়োগ সম্পন্ন পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তাই পূর্বে যে সকল মহিলারা অঙ্গনওয়াড়ি সহায়িকাতে নিযুক্ত রয়েছেন তারা অঙ্গনওয়াড়ি কর্মীতে পদোন্নতির জন্য আবেদন জানাতে পারবেন।

 

আবেদন করার তারিখ ও সময় : অফার মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে ২-৮-২০২৪ তারিখ পর্যন্ত। তবে এক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া হবে বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

Official Notification +Application Form: Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.