TATA Memorial Job Recruitment : আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে একের পর এক নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পদে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছিল। এবার টাটা মেমোরিয়াল সেন্টার (TMC) তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাধিক পদে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন পদ্ধতি? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে? প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন
পদের নাম: TATA Memorial Job Recruitment
টাটা মেমোরিয়াল সেন্টার (TMC) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদ গুলিতে রয়েছে।
- • পরামর্শদাতা – রেডিওলজি এবং ইমেজিং পদ।
- • ফেলো – মেডিকেল অনকোলজি পদ।
- • ফেলো – পেডিয়াট্রিক পদ।
- • হেমাটো-অনকোলজি পদ।
- • বায়োকেমিস্ট্রি – ফেলোশিপ পদ।
- • ফেলো – প্লাস্টিক সার্জারি ফেলো – স্তন সার্জারি পদ।
- • ফেলো – সার্জিক্যাল অনকোলজি পদ।
- • ফেলো – এনেস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার পদ।
- • ফেলো – রেডিওলজি রেডিওলজি এবং ইমেজিং পদ।
- • ফেলো – ক্লিনিকাল হেমাটোলজি এবং সেলুলার থেরাপি পদ।
- • ফেলো – ইউরো-অনকোসার্জারি পদ।
- • ফেলো – জিআই-এইচপিবি সার্জারি পদ।
- • ফেলো – নিউক্লিয়ার মেডিসিন ক্লিনিক্যাল পদ।
- • অ্যাসোসিয়েট – রেডিওলজি এবং ইমেজিং পদ।
- • ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট – ইউরো-অনকোলজি পদ।
- • পরামর্শদাতা – ইন্টারভেনশনাল রেডিওলজি পদ।
- • পরামর্শদাতা – মেডিকেল অনকোলজি মেডিকেল পদ।
- • অফিসার – পেডিয়াট্রিক অনকোলজি ক্লিনিক্যাল পদ।
- • অ্যাসোসিয়েট – মেডিকেল অনকোলজি পদ।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীর বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ভারত সরকারের বেসিক পে অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত করা হয়েছে। পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসের নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন যোগ্যতা প্রয়োজন। যে সমস্ত চাকরি প্রার্থীদের MBBS/MD/DNB/MS/MD/DM প্রভৃতি ডিগ্রি রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পদ অনুযায়ী আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
মাত্র 10 হাজারে আয় হবে লক্ষ লক্ষ টাকা, এই বিরল ব্যবসা টি শুরু করুন এখনই – Business Idea
আবেদন পদ্ধতি:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
India Post Group C Recruitment : ডাক বিভাগে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন করতে বিস্তারিত পড়ুন
আবেদনের তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ। আগ্রহী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট তারিখের আগে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ফলো করতে পারেন।
Official Notification | Download |
Official Website | Click Here |
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |