TATA দিচ্ছে মাসে ইনকাম করার সুযোগ, হাত মেলালেই মালামাল -TATA Income Scheme

প্রতিটি মানুষই চায় তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়। আর ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য সবথেকে বেশি প্রয়োজন অর্থের। তাই প্রতিটি মানুষ অল্প বয়স থেকেই বিভিন্ন স্কিমে তাদের টাকা ইনভেস্ট করে। আজকে আমরা এমনই একটি স্কিম নিয়ে কথা বলব যাতে সামান্য পরিমাণে টাকা জমা করলে প্রতিমাসে আপনার কুড়ি হাজার টাকা করে ইনকাম হতে পারে। এই লাভজনক স্কিমটি হল টাটা কোম্পানির একটি স্কিম। টাটার এই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে Systematic Withdrawal Plan (SWP) করলে প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে পারেন। এই স্কিমের জন্য আপনাকে কতো টাকা জমা করতে হবে? TATA কোম্পানির এই মিউচুয়াল ফান্ডে কতো রিটার্ন পাওয়া যাবে? প্রভৃতি জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

Tata income scheme

এখনো পর্যন্ত টাটা কোম্পানি কোনো Monthly Income Scheme বা Annuity Deposite Scheme লঞ্চ করাইনি। তবে টাটাদের যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেখানে বিনিয়োগ করলে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বেছে নিলে মান্থলি ইনকামের মতো কাজে আসবে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে টাটাদের TATA INDIA CONSUMER FUND REGULAR GROWTH মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। যে সকল বিনিয়োগকারীরা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন তারা গত ১ বছরে ৩০.৬৭ শতাংশ, গত ৩ বছরে ১৯.১৩ শতাংশ, গত ৫ বছরে ১৮.০৮ শতাংশ এবং লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত ১৭.২৩ শতাংশ রিটার্ন পেয়েছে।

TATA INDIA CONSUMER FUND REGULAR GROWT নামে টাটার এই মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসিড ভ্যালু (NVA) হল ৪০.১৮। এই মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন ১০০ টাকা থেকে এসআইপি শুরু করা যেতে পারে। ন্যূনতম পাঁচ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে আর অতিরিক্ত বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। কাস্টমারের জমা করা টাকা ফান্ড ম্যানেজারের দ্বারা শেয়ারবাজারে বিনিয়োগ হয়। ৩০ দিন পূর্ণ হওয়ার আগেই এই টাকা তুলতে হলে তহবিলের ০.২৫ শতাংশ এক্সিট লোড দেওয়ার প্রয়োজন হয়।

এবার প্রশ্ন হল
TATA INDIA CONSUMER FUND REGULAR GROWT নামে এই মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে কুড়ি হাজার টাকা কিভাবে আয় করা যেতে পারে? এই মিউচুয়াল ফান্ডে ১০ লাখ টাকা যদি বিনিয়োগ করা হয় এবং তিন বছরের জন্য ২০ হাজার টাকা SWP করেন তাহলে পূর্বের রিটার্ন অনুযায়ী ১৯ শতাংশ রিটার্ন পাবেন। হিসাব করলে দেখা যায় প্রতিমাসে ২০,০০০ টাকা SWP করলে ৩ বছরে মোট ৭,২০,০০০ টাকা পাওয়া যায়। ৭,২০,০০০ টাকা তোলার পরেও তহবিলে ৭,৪৬,৬৯৩ টাকা থাকবে। আবার এটি ৫ বছর পর্যন্ত চালালেও ১৮ শতাংশ রিটার্ন পান। ৫ বছর প্রতিমাসে ২০,০০০ টাকা করে আপনি মোট ১২ লক্ষ টাকা পাবেন এবং এর পরেও অ্যাকাউন্টে ৪,৩৩,৩২৫ টাকা থাকবে।

x