Supreme court job recruitment : সুপ্রিম কোর্টের তরফে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ বিচারালয়। সমগ্র দেশের বিচার ব্যবস্থা যার উপর নির্ভরশীল। সুপ্রিম কোর্টে যথেষ্ট কর্মীর অভাবে বহু কেস পেন্ডিং অবস্থায় রয়েছে। যার সূরাহা করতে গেলে প্রচুর কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে একসঙ্গে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে সুপ্রিম কোর্টের তরফে বিভিন্ন সময় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকেন। বর্তমানে ঠিক এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে সে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।
পদের নাম:
সুপ্রিম কোর্টের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদ গুলির নাম হল যথাক্রমে- কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ প্রভৃতি।
মোট শূন্য পদের সংখ্যা:
সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ১০৭ টি। ক্যাটাগরি অনুযায়ী পদের সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদনের যোগ্যতা:
- কোর্ট মাস্টার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের ইংরেজিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও আবেদন কারীদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছর।
- সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন কারী চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন কারী চাকরি প্রার্থীদের ইংরেজিতে শর্টহ্যান্ড, প্রতি মিনিটে ১১০টি শব্দ টাইপের দক্ষতা থাকা আবশ্যক।
- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে ১০০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের হতে হবে।
মাসিক বেতন:
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পাবে। বেতনের পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য যে সুযোগ-সুবিধা রয়েছে এক্ষেত্রেও তা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ জন্য চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা শেষ তারিখ আগে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ কারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট মাধ্যমে বাছাই করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
Official Notification : Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you