ভারতবাসীদের সুরক্ষার কথা চিন্তা করে কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের সৃষ্টি করেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। ভারতবর্ষের যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে বীমা সুরক্ষার সুবিধা পেতে পারে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা তে বছরে বছর ২০ টাকা করে বিনিয়োগ করে কোনো দুর্ঘটনার কারণে ২ লক্ষ টাকা বীমা সুরক্ষা পাওয়া যেতে পারে। ১৮ থেকে ৭০ বছর বয়সী ভারতীয় যেকোনো প্রাপ্ত বয়স্ক নাগরিকরা এই যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে এবার প্রশ্ন হল যে এই যোজনার সুবিধা কি রয়েছে? কিভাবে আবেদন করতে হবে? প্রভৃতি আরও বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। SBI Bank Scheme Idea
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে দুর্ঘটনাজনিত বীমা পরিষেবা প্রদান করা হয়। এই যোজনার কোনো গ্ৰাহক দুর্ঘটনায় কবলে পড়লে ২ লক্ষ টাকার পর্যন্ত বিমার সুরক্ষা পেতে পারেন। ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই যোজনাটিতে নাম লেখাতে পারবেন।
স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে কিভাবে আবেদন করবেন
আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা তে আবেদন করতে চান। তাহলে নিম্নলিখিত পদ্ধতিগুলি আপনাকে অনুসরণ করতে হবে।
১) অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা তে আবেদন করতে গেলে আপনাকে প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে Register Now বিকল্পটি কে বেছে নিতে হবে। এরপর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে সেখানে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ব্রাঞ্চের নাম দিয়ে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। SBI Bank Scheme Idea
২) রেজিস্ট্রেশন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগইন করবেন তখন নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওই ওটিপিটিকে ইনপুট করে আপনি লগইন করতে পারবেন।
৩) এরপর মেনুবার থেকে “ই সার্ভিসেস অপশনটিতে ক্লিক করার পরে “মোর” অপশনটিকে বেছে নিয়ে “সোশ্যাল সিকিউরিটি স্কিমে” ক্লিক করুন।
৪) প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং CIF নাম্বার সাবমিট করুন। এরপরে আপনার সামনে প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনার ফর্মটি ওপেন হবে।
৪) ওই ফর্মটিতে মোবাইল নাম্বার, আপনার ঠিকানা ,সমস্ত কিছু পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ টাকা ডেবিট করা হবে।
DM অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেলায় চাকরির পোস্টিং – WB DLT Job Recruitment
উপরে উল্লেখিত পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি খুব সহজেই বাড়িতে বসে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার ফর্মটি ফিলাপ করে এই স্কিনের সুবিধা উপভোগ করতে পারবেন। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.