স্টেট ব্যাংকের ধামাকা স্কিম, 1000 হাজার জমা রাখলে 1820 টাকা রিটার্ন -SBI Bank Scheme Idea

Published by
Team JR
SBI Bank Scheme Idea: এবার দেশের সবথেকে বৃহৎ ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে দারুন সুযোগ দিচ্ছে গ্রাহকদের। এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য দারুন সুযোগ দিচ্ছে। কেননা এক্ষেত্রে আপনি 1000 জমা রাখলে পাবেন প্রায় তার দ্বিগুন টাকা অর্থাৎ 1820 টাকা রিটার্ন দেওয়া হবে। যদি আপনি বেশি বেশি অর্থ জমা করেন তাহলে রিটার্নের পরিমাণ একই হারে বৃদ্ধি পেতে থাকবে। SBI Bank Scheme Idea

আপনি যদি ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হয়ে থাকেন? তাহলে আপনার জন্য দারুন সুযোগ দিচ্ছে এই ব্যাংক। এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Bank Scheme Idea) তরফে এমন এক স্কিম লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে উপরোক্ত সুযোগ দেওয়া হচ্ছে। যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সুযোগটি পেতে চান তাহলে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। SBI Bank Scheme Idea

 

গত কয়েকদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্যবসা (SBI Bank Business Idea) সম্পর্কে আপনাদের অবগত করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করে প্রচুর টাকা আয় করতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম মেশিন ফ্রাঞ্চাইজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরো এক নতুন সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া গেল। SBI Bank Scheme Idea

 

আমরা সকলেই জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের এক সর্ব বৃহৎ ব্যাংক সংস্থা। এবার এই ব্যাংক কর্তৃক নতুন এক স্কিম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে আপনার জমা করা টাকা নিমেষেই প্রায় দ্বিগুণ হবে। এই স্কিম রেকারিং ডিপোজিট স্কিম নামে পরিচিত। এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন ভারতীয় যে কোন বাসিন্দা হলে। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সহ 18 বছরের নিচে বয়স হলেও একাউন্ট খোলা সম্ভব। SBI Bank Scheme Idea

 

এই স্কিমের মূল আলোচ্য বিষয় হলো এই স্কিমের সুদের হার। এই স্কিমে টাকা জমা রাখলে সাধারণত 7.5 হারে সুদ দেওয়া হয়ে থাকে। তবে এই সুদের হার আরো বেশি হতে পারে যদি আপনি প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ নাগরিক হয়ে থাকেন। তবে এই সুদের হার সব সময় একই থাকে না। আপনি যে সময় এই স্কিমের সুবিদা নিবেন, সেই সময় এই সুদের হার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিয়ে তারপরেই নাম নথিভুক্ত করবেন। SBI Bank Scheme Idea

এই স্কিমের সুবিধা নিতে পারবেন ভারতের যেকোনো স্থানের বাসিন্দা হলে। ন্যূনতম 100 টাকা থেকে এই স্কিমের বিনিয়োগ শুরু হয় এবং সর্বাধিক বিনিয়োগের সীমা উল্লেখ নেই। সাধারণত 100 এর গুণিতক হিসেবে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন 1 বছর থেকে সর্বাধিক 10 বছর পর্যন্ত এই ডিপোজিট করা সম্ভব। এক্ষেত্রে মাসে 1000 হাজার টাকা জমা করলে বছর শেষে 449 টাকা অতিরিক্ত রিটার্ন পাওয়া যায় এবং 2 বছর ধরে বিনিয়োগ করলে অতিরিক্ত 1820 টাকা ফেরত পাবেন। এই ভাবে সময় ও টাকার অঙ্ক অনুযায়ী রিটার্ন পেতে থাকবেন। SBI Bank Scheme Idea

x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.