স্টেট ব্যাংকে টাকা জমা রাখলে হবে ডবল, এই স্কিম সম্পর্কে জানেন তো? বিস্তারিত পড়ুন -SBI Bank Scheme

ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংক সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন স্কিম নিয়ে এসেছে। সাধারণত দেখা যায় প্রবীণ নাগরিকরা অবসর গ্রহণের পর কোনো কিছু বিনিয়োগের দিকে ঝোঁকেন না। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য এমনই কিছু স্কিম নিয়ে এসেছে যেখানে তারা খুব সহজে মোটা টাকা রিটার্ন পেতে পারে। আমরা এই আর্টিকেলের মাধ্যমে আজকে যে স্কিমটি নিয়ে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমটির নাম হল সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম। SBI Bank Scheme

sbi bank scheme

SBI-এর টাকা ডবল করা স্কিম (SBI Bank Scheme)

আপনি যদি সদ্য চাকরি থেকে অবসর নিয়ে থাকেন তাহলে এসবিআই আপনার জন্য একটি দুর্দান্ত স্কিম অফার করছে। এই স্কিমটির নাম সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট। এটি এফডি স্কিম। এই ধরনের এফডি স্কিমে ৭ দিন থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। এর পাশাপাশি এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকদের থেকে আরও বেশি বেসিস পয়েন্ট লাভ করা যায়। প্রবীণ নাগরিকরা এই স্কিমে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন। পাঁচ থেকে দশ বছরের জন্য এই এফডি স্কিমটিকে বেছে নিলে এক শতাংশ বেশি সুদ পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাধারণ যে গ্রাহকরা রয়েছে তারা সুদ পাবেন ৬.৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫ শতাংশ হারে। এবার আলোচনা করব যে এই স্কিমের মাধ্যমে কিভাবে টাকা দ্বিগুণ হয়। SBI Bank Scheme

এই স্কিমের যদি ১ লক্ষ টাকা ১০ বছরের জন্য রাখা হয় তাহলে সুদের হার ৭.৫% হয়। দশ বছর পর যে সুদটি পাওয়া যায় তার পরিমাণ হল ১,১০,২৩৫ টাকা। তাহলে দেখা যাচ্ছে ১০ বছর পর রিটার্ন পাওয়া টাকার পরিমান হবে ২,১০, ২৩৫ টাকা।

গত ১৫ ই ফেব্রুয়ারি এই স্কিমের দু’কোটি টাকার টার্ম ডিপোজিট এর উপর ০.২৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছিল। আবার ২০২২ সালের ডিসেম্বর মাসে এই স্কিমে এসবিআই কর্তৃপক্ষ সুদের হার বৃদ্ধি করিয়েছিল। SBI Bank Scheme

মাস গেলেই একাউন্টে ঢুকবে 3000 টাকা, এখনই এই স্কিমে নিজের নাম লেখান – Central Government Scheme

সাধারণ মানুষের মতে স্টেট ব্যাংকের এফডি বা টার্ম ডিপোজিট হল খুবই নিরাপদ এবং ঝুঁকিহীন একটি স্কিম। এখানে যেমন সুদের পরিমাণ বেশি রয়েছে আবার কর ছাড়েরও বিশেষ সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে ম্যাচুরিটি শেষে সুদের উপর টিডিএস নির্ধারণ করা হয়। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x