ঘরে বসে মাসিক আয় 70 হাজার টাকা, কোনো কাজ না করে ব্যাংকের সঙ্গে করুন ব্যবসা – SBI Bank Business Idea

SBI Bank Business Idea: ভারতবর্ষে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এই বিপুল পরিমাণ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সরকারী চাকরীর মাধ্যমে সম্ভব নয়। তাই ভারত সরকার ক্ষুদ্র থেকে মাঝারি উদ্যোগ এর উপর জোর দিচ্ছেন। সরকার চাইছে দেশের যুবক যুবতীরা ব্যাবসা মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে। তবে সকলের দ্বারা ব্যাবসা করা সম্ভব নয়। এছাড়াও নতুন করে কোনো ব্যাবসা করতে গেলে প্রচুর পরিমাণে কম্পিটিশনের স্বীকার হতে হয়। তাই আজকের প্রতিবেদনে এমন একটি সহজ ব্যাবসার আইডিয়া আলোচনা করা হয়েছে, যেখানে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে মাসিক ৬০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা উপার্জন করতে পারবেন।

এই ব্যবসা করতে গেলে আপনার বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই। সব কাজ কম্পানির লোক এসে করবে। এর জন্য আপনাকে এককালীন কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এক বার টাকা ইনভেস্ট করলেই ঘড়ে বসে মাসিক হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। নিম্নে সেই সহজ ব্যাবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

sbi

SBI ATM বিজনেস:

SBI ATM বিজনেস হল টাকার বিনিময়ে SBI ATM ফ্রাঞ্চাইজি স্থাপন। কারণ বর্তমানে কমবেশি সকলের SBI ব্যাংক একাউন্ট রয়েছে। টাকা লেনদেন করতে হলে ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাড়াতে হয়, ফলে সাধারণ মানুষের যথেষ্ট সময় অপচয় হয়। বেশির ভাগ মানুষ তাই ATM মাধ্যমে দ্রুত লেনদেন করতে পছন্দ করেন। এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনার বাড়ির আশেপাশে অথবা লোকালয়ের বাজারে যদি একটি SBI ATM খুলতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারবেন। এই SBI ATM মাধ্যমে অনায়াসে মাসিক ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।

এর জন্য আপনার বিশেষ কিছু যোগ্যতার অথবা দক্ষতার প্রয়োজন নেই। ATM যাবতীয় কাজ ব্যাংক কর্তৃপক্ষ করবেন।এর জন্য আপনাকে এককালীন কিছু টাকা জমা করতে হবে। তার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনার ATM সেটাপ করে দিয়ে আসবে।

প্রতিমাসে 20,000 টাকা দিচ্ছে ভারত সরকারের এই স্কিম, নাম নথিভুক্ত করুন এখনই – Central Government India Post Scheme

আবেদন যোগ্যতা:

SBI ATM আবেদন করতে গেলে নিম্নলিখিত যোগ্যতা বাধ্যতামূলক রয়েছে।

  1. • আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড থাকতে হবে।
  2. • ATM স্থাপনের জন্য ৫০ থেকে ৮০ স্কয়ার ফিট জায়গা প্রয়োজন রয়েছে।
  3. • আপনার ATM যেখানে স্থাপন করবেন তার আশেপাশে ১০০ মিটার মধ্যে কোন ATM থাকলে হবে না।
  4. • ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সুবিধা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:

SBI ATM স্থাপনের ফ্রাঞ্চাইজির জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের SBI অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে ফ্রাঞ্চাইজির আবেদন অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এছাড়াও অফলাইনে আবেদন জন্য নয়তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে SBI অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

কলকাতা এয়ারপোর্টে ফের বিপুল পদে চাকরির বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও অন্যান্য যোগ্যতায় সুযোগ – Kolkata Airport Job Recruitment

প্রয়োজনীয় নথিপত্র:

SBI ATM স্থাপনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত নথিপত্র গুলি থাকতে হবে।

  •  আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড।
  • ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক পাসবুক।
  • SBI ATM খোলার জন্য আবেদনকারীর জিএসটি নম্বর।
  •  অ্যাকাউন্ট এবং পাসবুক ছাড়াও, আপনাকে কোম্পানির দেওয়া কিছু নথি এবং ফর্ম পূরণ করতে হবে।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x