চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, বর্তমানে রাজ্যে প্রায় ৫২,০০০ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। খুব শীঘ্রই যার আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে সব মিলিয়ে প্রায় ৫২ হাজারের কাছাকাছি শূন্য পদ রয়েছে। বর্তমানে দেশ তথা রাজ্যে চরম বেকারত্ব বিরাজ করছে।
স্বাধীনতার পরবর্তী সময়ে এমন করুন পরিস্থিতি খুব কমই এসেছে। দেশের প্রতিটি ঘরে শিক্ষিত বেকার ছেলে-মেয়ের করুন অবস্থা। এই সংকট থেকে বেরিয়ে আসতে ভারত সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করলে তা যথেষ্ট নয়। একাধিক রাজ্যগুলিও নিজস্ব উদ্যোগে বেকার সমস্যা লাঘবের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার এক ক্ষুদ্র এই নিয়োগের বিজ্ঞপ্তি।
বর্তমানে দেশ তথা রাজ্যগুলির একাধিক সরকারি দপ্তরে কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। কর্মীর অভাবে সরকারি কাজকর্ম সময়মতো হচ্ছে না। করোনা মহামারীর কারণে কর্মী নিয়োগ দীর্ঘদিন বন্ধ থাকায় কারণে এই অবস্থা। তবে বর্তমানে ধীরে ধীরে মহামারীকে কাটিয়ে উঠে রাজ্যগুলো নিজস্ব প্রচেষ্টায় শূন্য পদ পূরণের চেষ্টা করছে। বর্তমানে রাজস্থান সরকার তাদের রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মচারী অর্থাৎ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য ৫২,০০০ শূন্যপদের ঘোষণা করেছে। সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
পদের নাম এবং শূন্য পদের সংখ্যা:
সংশ্লিষ্ট রাজ্য সরকার তাদের রাজ্যে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন, এখানে মূলত একাধিক সরকারি বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা ৫২,০০০ টি। এর মধ্যে নন-টিএসপি এলাকার জন্য ৪৭ হাজার শূন্য পদ রয়েছে এবং টিএসপির জন্য ৫০০০ শূন্য পদ বরাদ্দ করা হয়েছে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তার জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের স্টাফ সিলেকশন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদনের প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পূর্বে আবেদনকারী যদি রাজস্থান স্টাফ সিলেকশন কমিশন রেজিস্ট্রেশন করে থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। যাদের পূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা নেই তাদের নতুন করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
রাজ্যের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্ব প্রথমে একটি লিখিত পরীক্ষায় নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় সাধারণ হিন্দি, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন।
WBNUJS-র মাধ্যমে ৫০ হাজার বেতনে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে সরাসরি ইন্টারভিউ দিয়ে ফেলুন
রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড কর্তৃক পরিচালিত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এই আবেদন প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
Official Website : Click Here
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you