আপনারা রতন টাটার নাম অবশ্যই শুনেছেন, তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। সাম্প্রতিক তার প্রয়াণ হয়েছে। তার প্রয়াণে সমগ্র ভারত তো বটেই বিশ্বের শোকের ছায়া বিরাজমান। কারণ তিনি একেধারে যেমন একজন শিল্পপতি ছিলেন ঠিক তেমনি একজন বড় মাপের ভালো মানুষ। একজন শিল্পপতি হিসেবে তার কোন দম্ভ ছিল না। ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা যা তার বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে ফুটে ঊঠে বিভিন্ন সময়। বিশ্বের অন্যতম সেরা ধনী শিল্পগোষ্ঠী টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান ছিলেন রতন টাটা। তার সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে তাকে অসাধারণ করে তুলেছে মানুষের মনে। শিল্পপতি মানেই, যেখানে লাভ রয়েছে সেখানেই তাকে দেখা যায়। Ratan TATA Unknown Fact
শিল্পপতি হিসেবে রতন টাটা কিছুটা ব্যতিক্রমী। এমন কি রয়েছে যা স্বর্গীয় রতন টাটাকে অন্যান্য শিল্পপতিদের থেকে আলাদা করেছে, সেই সম্পর্কে আজকে জানব। সাম্প্রতিক ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদনে রতন টাটা সম্বন্ধে ১০টি তথ্য তুলে ধরেন, যেখানে দেখানো হয়েছে রটন টাটার জীবনের আশ্চর্যকর কিছু ঘটনা যা অনায়াসে রতন টাটাকে অন্যান্য শিল্পপতিদের থেকে আলাদা করে। আপনি রতন টাটা সম্বন্ধে অবিশ্বাস্য এই তথ্যগুলো না জেনে থাকলে অবশ্যই দেখুন। Ratan TATA Unknown Fact
∆ রতন টাটা সম্বন্ধে ১০টি তথ্য:
১. টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটা হলেন রতন টাটার দাদু। ১৯৪৮ সালে যখন রতন টাটার বাবা এবং মায়ের বিচ্ছেদ ঘটে, তখন থেকেই রতন টাটা তার দাদু দিদার কাছে মানুষ হন।
২. রতন টাটা সারা জীবন অবিবাহিত ছিলেন। তবে মজার ব্যাপার হলো চার বার বিয়ের জন্য প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। একবার আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে কর্মসূত্রে এক নারীর প্রেমে পড়েন, বিয়ের প্রস্তাব দেন। কিন্তু পরবর্তীকালে ১৯৬২ সালে ভারত এবং চীন যুদ্ধের পরিস্থিতির কারণে মেয়েটির বাবা তাকে ভারত পাঠাতে অস্বীকার করেন।
৩. রতন টাটা অষ্টম শ্রেণি পর্যন্ত মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে পড়াশোনা করেন তারপর সিমলা ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল পড়াশোনা করেন। ১৯৫৫ সালে নিউইয়র্ক সিটির রিভারডেল কান্ট্রি স্কুল থেকে ডিপ্লোমা লাভ করেন।
৪. ১৯৬১ সালে রতন টাটা, টাটা গ্রুপ অফ কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের শপ ফ্লোর।
৫. ২০০৪ সালে তিনি TCS প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রতন টাটা, টাটা গ্রুপ ইস্পাত প্রস্তুতকারক কোরাস, ব্রিটিশ মোটরগাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে যা বিশ্বের কাছে টাটা গ্রুপ অফ কোম্পানিকে পৌঁছে দেয়।
৬. ২০০৯ সালে তিনি ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য সস্তায় ন্যানো নামে একটি গাড়ি লঞ্চ করেন। যার বাজার মূল্য ছিল মাত্র ১ লক্ষ টাকা।
৭. তিনি সেবামূলক কাজে যথেষ্ট সুনাম অর্জন করেছে। গরিব ছেলেমেয়েদের জন্য তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে ২৮ মিলিয়ন ডলারের টাটা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করেন।
৮. ২০১০ সালে রতন টাটা হার্ভার্ড বিজনেস স্কুল একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান করেন।
৯. ২০১৪ সালে রতন টাটা ITI মুম্বাইকে ৯৫ কোটি টাকা অনুদান দেন। এই অনুদানের সহায়তায় প্রচুর গরিব এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরা প্রযুক্তি এবং টেকনোলজির দিক থেকে উন্নত হয়েছে।
১০. জামশেদজি টাটার সময় থেকে বোম্বে হাউসে বর্ষাকালে ফুটপাতে কুকুরদের ঘরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হতো। এই রীতি রতন টাটা অব্যাহত রেখেছিল। তিনি ফুটপাতের কুকুরদের জন্য বাসস্থান নির্মাণ করেছিলেন এবং তাদের খাওয়া-দাওয়া ও খেলনার ব্যবস্থা করেছেন।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যে প্রায় ৪০ হাজারেরও বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দশম শ্রেণী পাস যোগ্যতায় সকল ভারতীয় নাগরিক এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে Staff Selection Commission তরফে। যেখানে বলা হয়েছে 39,481 শূন্য পদে জেনারেল কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। করোনা মহামারীর পরবর্তীকালে এত বড় নিয়োগ প্রক্রিয়া বিরল। তাই দীর্ঘদিন যাবত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিম্নে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদন কবে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
•নিয়োগ কারী সংস্থা: ভারত সরকারের তরফে প্রায় 40 হাজারে কাছাকাছি যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত Staff Selection Commission অর্থাৎ SSC মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
•পদের নাম:
ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 40 হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত General Duty (GD) Constable পদে কর্মী নিয়োগ করা হবে।
•মোট শূন্য পদ:
সাম্প্রতিক ভারত সরকারের তরফে GD Constable পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে সর্বমোট 39,481 টি শূন্য পদ রয়েছে।
•শিক্ষাগত যোগ্যতা
GD Constable পদে আবেদনকারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নূন্যতম দশম শ্রেণী পাস। যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে সকল ভারতীয় নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তবে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো।
•বয়স সীমা:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছর মধ্যে হলে সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ থেকে চাকরিপ্রার্থী যথা- Sc, St, Obc, Ews এছাড়াও অন্যান্য সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন।
•বেতন:
নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থায় লেবেল-3 অনুযায়ী চাকরি প্রার্থীদের ন্যূনতম বেতন 21,700 থেকে 69,100 হাজার টাকা দেওয়া হবে।
•আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। SSC GD অফিশিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে, পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়াটির সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
•আবেদন ফি:
আবেদনে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন প্রকার আবেদন মূল্য প্রদানের প্রয়োজন নেই।
•গুরুত্বপূর্ণ তারিখ:
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে চলবে আগামী ১৪ ই অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই অক্টোবর ২০২৪ তারিখ। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন |
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.