Railway Job Recruitment : শিক্ষকতা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর, ভারতীয় রেলে শিক্ষকসহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ প্রক্রিয়াটি মূলত RRB মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি তরফে সম্পূর্ণ করা হবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এক হাজারের বেশি। রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে প্রতিবেদনটি বিস্তারিত দেখতে হবে।
নিম্নে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন প্রক্রিয়া, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি আলোচনা করা হলো।
পদের নাম : Railway Job Recruitment
ভারতীয় রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদ গুলির নাম হল- PGT, TGT বিভাগে শিক্ষক এবং জুনিয়র ট্রান্সলেটর, লাইব্রেরিয়ান প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা :
এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদ রয়েছে 1036 টি। তার মধ্যে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে শূন্য পদের সংখ্যা 187 টি। সাইন্টিফিক সুপার ভাইজার পদে শূন্য পদের সংখ্যা 03 টি। প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) 338 টি, প্রধান আইন সহকারী পদে 54 টি, পাবলিক প্রসিকিউটর পদে 20 টি, শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক (ইংরেজি মাধ্যম) রয়েছে 18 টি, বৈজ্ঞানিক সহকারী/ প্রশিক্ষণ 2 টি, জুনিয়র অনুবাদক (হিন্দি) 130 টি, সিনিয়র প্রচার পরিদর্শক 3 টি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর ৫৯ টি, গ্রন্থাগারিক 10 টি, সঙ্গীত শিক্ষক (মহিলা) ৩ টি, প্রাথমিক রেলওয়ে শিক্ষক (PRT) 188 টি, সহকারী শিক্ষক (মহিলা) (জুনিয়র স্কুল) 2 টি, ল্যাবরেটরি সহকারী/স্কুল ৭ ল্যাব সহকারী গ্রেড III (রসায়নবিদ এবং ধাতুবিদ) 12টি।
আবেদন যোগ্যতা :
- স্নাতকোত্তর শিক্ষক (PGT) পদে আবেদনকারী পোস্ট গ্রাজুয়েট + B.Ed সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীর বয়স 18-48 বছর মধ্যে হতে হবে।
- প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) পদে আবেদনকারী স্নাতক পাশাপাশি B.Ed + CTET সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীর বয়স সীমা 18-48 বছর।
- শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক (ইংরেজি মাধ্যম) পদে আবেদনকারী PT/B.P.Ed-এ স্নাতক করতে হবে। বয়স সীমা রয়েছে 18-48 বছর।
- জুনিয়র অনুবাদক (হিন্দি) ইংরেজি/হিন্দিতে PG সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীর বয়স সীমা হতে হবে 18-36 বছর।
- সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদে আবেদনকারী স্নাতক + জনসংযোগ/সাংবাদিকতা/গণকম-এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে হবে। বয়স সীমা রয়েছে 18-36 বছর।
- শ্রম/সমাজ কল্যাণ/এলএলবি/পিজি/এমবিএ ইন স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর ডিপ্লোমা। আবেদন বয়স সীমা রয়েছে 18-33 বছর।
- ল্যাবরেটরি সহকারী/বিদ্যালয় বিজ্ঞান সহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে, এর পাশাপাশি 1 বছরের অভিজ্ঞতা। বয়স সীমা রয়েছে 18-48 বছর।
- ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III (রসায়নবিদ এবং ধাতুবিদ) আবেদন জন্য বিজ্ঞান + DMLT ডিপ্লোমা/ সার্টিফিকেট আবশ্যিক। বয়স সীমা 18-33 বছর।
*যেসমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হয়নি তাদের আবেদন যোগ্যতা শিঘ্রই প্রকাশিত হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।
বিভাগ | বিস্তারিত তথ্য |
---|---|
আবেদন পদ্ধতি | অনলাইনে RRB অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে। |
প্রয়োজনীয় নথিপত্র | নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য ও নথিপত্র প্রদান করতে হবে। |
আবেদন ফি | – সাধারণ প্রার্থীরা: ৫০০- সংরক্ষণ শ্রেণী (SC/ST/PwBD/মহিলা): ২৫০ |
আবেদন শুরুর তারিখ | ৭ জানুয়ারি, ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
পেমেন্ট পদ্ধতি | অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। |
Read More : রাজ্যে সরকারি Interview গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই – WB Group D Recruitment
আবেদন পদ্ধতি :
অনলাইনে গিয়ে RRB অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনের শেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি :
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য সাধারণ চাকরি প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্যর প্রয়োজন। অন্যদিকে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- SC/ST/PwBD/মহিলাদের আবেদনের জন্য ২৫০ টাকা দিতে হবে।
আবেদন তারিখ :
আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আগামী ৭ই জানুয়ারি ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে আগামী ইংরেজির ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you