অবশেষে রেলে 50 হাজার গ্রুপ ডি কর্মী শুরু হচ্ছে! শুধু মাধ্যমিক পাশে পানেন সুযোগ – Railway RRB Group D Recruitment

Railway rrb group d recruitment : রেলওয়ে চাকরি প্রার্থীদের প্রতীক্ষার অবসান, ফাইনালি ডিসেম্বর মাস থেকে ৫০ হাজারেরও বেশি শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। বহুদিন পূর্বে ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের কথা থাকলেও একাধিক কারোনে তা সম্ভব হয়নি। তাই বর্তমানে ৫০ হাজারের বেশি শূন্য পদে সমগ্র দেশ জুড়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। সাম্প্রতিক ভারতীয় রেলওয়ে নন টেকনিক্যাল পোস্ট(NTPC) গুলির আবেদন পর্ব সম্পূর্ণ হয়েছে। কিছুদিনের মধ্যেই তার পরীক্ষা হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন গ্রুপ ডি পদগুলিতে কর্মী নিয়োগ শুরু হলো। ভারতবর্ষের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। দেশের মোট ২৯ টি রেলওয়ে জোনের ২১ টি রেলওয়ে বোর্ডের তরফে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

তবে এই নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে বেশ দ্বিধা বোধ তৈরি হয়েছিল। অনেকের আশঙ্কা ছিল এবারের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ITI বাধ্যতামূলক হতে চলেছে। এর আগে ভারতীয় রেলের গ্রুপ ডি পদে‌ নিয়োগের ক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস হলেই চলত। ‌ কিছু টেকনিক্যাল পদ গুলিতে আইটিআই প্রয়োজন ছিল। ‌তবে বর্তমানে ভারতীয় রেলে বেশ নিয়ম পরিবর্তন ঘটেছে। ‌যেখানে বলা হয়েছে গ্রুপ ডি পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক। এই সকল জল্পনার অবসান ঘটলো, ফাইনালি জানা গিয়েছে ভারতীয় রেলের কিছু কিছু পদের জন্য আইটিআই প্রয়োজন হলেও আইটিআই ছাড়াও বেশ কিছু পদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীদের আইটিআই কোর্স সম্পূর্ণ নেই তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। আইটিআই ছাড়াও আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিম্নে ভারতীয় রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

railway rrb group d recruitment

•শূন্য পদের নাম:

ভারতীয় রেলের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একাধিক সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, রেলওয়ে ট্রাক রক্ষনাবেক্ষণ প্রভৃতি একাধিক পদে প্রায় ৫০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে।

•আবেদন যোগ্যতা:

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে আবেদন যোগ্যতা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই সম্পূর্ণ করতে হবে। এছাড়া বয়স সীমা ধরা হয়েছে ১৮ বছরের উর্ধ্বে। বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন। যথা SC, ST চাকরি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। PWD চাকরি প্রার্থীরা ১০ বছরের বয়সের ছার পাবেন।

Recruitment BoardRailway RRB
Post NameGroup D
Eligibility Criteria10th
Notice Publishing Date Coming Soon (Not yet published)

 আরও পড়ুন : পাবেন চাকরির প্রশিক্ষণ, সঙ্গে মাসে মাসে টাকাও! এখনই সুযোগ নিয়ে ফেলুন – LIC Internship Recruitment

•আবেদন পদ্ধতি:

আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীদের RRB অফিসিয়াল ওয়েবসাইট সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। চাকরি প্রার্থীরা যদি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, নতুন করে তাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিপত্র আপলোড এবং আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

•প্রার্থী বাছাই প্রক্রিয়া:

ভারতীয় রেলওয়ের গ্রুপ ডি পদে ৫০ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাইর ক্ষেত্রে কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তীকালে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

Official Website : Click Here

Source : Karmasangsthan paper

 আরও পড়ুন : Wb Librarian Job Recruitment : রাজ্যে একই সঙ্গে শিক্ষক ও লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x

Leave a Comment