রেলে 22,239 পদে স্টেশন মাস্টার, ক্লার্ক, টাইপিস্ট ও জুনিয়র ইন্জিনিয়ার নিয়োগ, এখনই বিস্তারিত পড়ুন – Railway Job Recruitment

Published by
Team JR

চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার রেলের নতুন করে ১৪,২৮৮ জন কর্মী নিয়োগ করতে চলেছে। দেশের যে কোন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে দুই ধরনের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে প্রথমত উচ্চ মাধ্যমিক পাশ এবং দ্বিতীয়ত গ্রাজুয়েট পাস। বিভিন্ন ডিভিশন অনুযায়ী এই সমস্ত শূন্য পদগুলি পূরণ করা হবে। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। Railway Job Recruitment

সম্প্রতি রেল বোর্ডের ডিরেক্টরেট বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে (No.2024 /E(RRB) 25/13/Pt-2) দেশের বিভিন্ন ডিভিশন গুলিতে নতুন করে আরো ১৪ হাজার ২৮৮ জন কর্মী নিয়োগের কথা জানান। এদিকে দেশজুড়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রেল বিভাগ কর্তৃক ৭,৯৫১ জন কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন জানানো যাবে ২৯ শে আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। আর এরপরে এই ফের ১৪,২৮৮ জন কর্মী নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়ার সাথে চলেছে। সবমিলিয়ে মোট ২২,২৩৯ জন নিয়োগ করছে রেল মন্ত্রক। Railway Job Recruitment For 14,288 Posts

 

কি কি পদে নিয়োগ করা হবে : 

এক্ষেত্রে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চমাধ্যমিক যোগ্যতায় একাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন ক্লার্কপদে চায় ৩,৪০৪ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

অন্যদিকে গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন্ড ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র একাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিং ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট ১০,৮৮৪ জন নিয়োগ করা হবে। Railway Job Recruitment 2024

 


যোগ্যতা : আবেদনকারীদের উপরোক্ত পদগুলিতে আবেদন করতে যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েট পাশ করতে হবে এবং ক্লার্ক পদগুলির জন্য অবশ্যই কম্পিউটার যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে তা থেকে যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাবে।

 

বয়স সীমা : রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পদ অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা আলাদা আলাদা হতে পারে। ন্যূনতম ১৮ বছর বয়সে আবেদন করা যাবে এবং সর্বাধিক ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হতে পারে তবে কিছু কিছু পদের জন্য সর্বাধিক বয়স ৩০ বছর রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন।

 

বাছাই প্রক্রিয়া : যোগ্য প্রার্থীদের মূলত দুই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রথমত প্রার্থীদের জন্য কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং তারপর সেই পরীক্ষায় সফল হলে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এরপর যে পোষ্টের জন্য কম্পিউটার যোগ্যতা প্রযোজ্য রয়েছে সেই পদের জন্য কম্পিউটার টেস্ট আয়োজন করা হবে। প্রত্যেক পথ সম্পর্কে এবং তার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে অফিশিয়াল নোটিশ দেখে নিবেন। Railway RRB Job Recruitment

 


আবেদন প্রক্রিয়া : রেলের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার শুধু অনলাইন মাধ্যমেই করা যাবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে হলে RRB বিভিন্ন ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। বিভিন্ন ডিভিশনে এই নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়ার শুরু হয়নি তবে জুনিয়ার ইঞ্জিনিয়ার এর আবেদন প্রক্রিয়া শেষ হলেই এই আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হতে চলেছে। সম্ভবত আগস্টের শেষে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। RRB Job Recruitment



আজকের প্রতিবেদনটি কর্মসংস্থান পত্রিকার (Date 03-08-2024) দেওয়ার তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে উপরের তথ্যগুলি পরিবর্তন হতে পারে। পরবর্তী আপডেট আসলে অথবা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আমরা যথাসম্ভব এই ওয়েবসাইটে আপলোড করার চেষ্টা করব। অতএব আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।

Official Website : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.