রেলের তরফে পশ্চিমবঙ্গে টিকিট বিক্রেতা নিয়োগের বিজ্ঞপ্তি, পদ সম্পর্কে বিস্তারিত পড়ুন – Railway Halt Collector Job Recruitment

Published by
Mr Jobre

বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকার যুবক-যুবতীর সংখ্যা বৃদ্ধি পাওয়া। বহু প্রার্থীরা উচ্চ শিক্ষার পরেও যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। তাই যে সকল প্রার্থীরা সরকারি এবং বেসরকারি খাতে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য একটি সুখবর সামনে এসেছে। সম্প্রতি শিয়ালদা ডিভিশনের অন্তর্গত স্থান নরেন্দ্রপুর হল্ট স্টেশনে টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টর প্রয়োজন। তবে কন্ট্রাক্টার নিয়োগ হবে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে। আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের পারফরম্যান্স ভালো হলে সময় বাড়ানো হবে। এই কাজের জন্য কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। Railway Halt Collector Job Recruitment

পদের নাম– রেলের টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্য পদের সংখ্যা– বিজ্ঞপ্তিটিতে শূন্য পদের সংখ্যা তেমনভাবে কিছু উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

যোগ্যতা– এই কন্ট্রাক্টার পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। তবে শুধু মাধ্যমিক পাস নয় এর পাশাপাশি প্রার্থীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে।

বয়স– নর্থ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এবং গড়িয়া স্টেশন এর মধ্যস্থল নরেন্দ্রপুর হল্টে টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টার নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে।

বেতন– টিকিট বিক্রির জন্য প্রার্থীদের কমিশন ভিত্তিক ইনকাম হবে

কমিশনের হিসাবটি নিম্নরূপ

1/- to 15,000/- 15% (Minimum – Rs.1000/-).
15,001/- to 50,000/- 12%
50,001/- to 1,00,000/- 09%
1,00,001/- to 2,00,000/- 06%.
2,00,001/- and above 03%.

আবেদন পদ্ধতি– প্রার্থীদের প্রথমে রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে (https://www.er.indianrailways.gov.in) কন্ট্রাক্টার নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর ওই ফার্মটিতে নিজের প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে। ডকুমেন্টস এর সহিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

অ্যাপ্লিকেশন পাঠাবার ঠিকানা– Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014

প্রয়োজনীয় ডকুমেন্টস– এই অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি হল
১) বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।

২) মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেটের কপি।

৩) ভোটার কার্ড বা আধার কার্ডের কপি।

৪) শারীরিক সক্ষমতা বিষয়ক তথ্যের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর কপি।

যে প্রার্থীরা এই কন্ট্রাক্টারের পদে নির্বাচিত হবেন তাদের সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২০০০ টাকা জমা করতে হবে।

Written by Nupur Chattopadhyay

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.