রেলে 1 লক্ষ গ্রুপ ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন, দেখুন বিস্তারিত -Railway Group D Job Recruitment

ভারতীয় রেলে গ্রুপ-ডি পদে প্রায় ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ। সকল ভারতীয় নাগরিক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে আবেদনকারী কে অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। Railway Group D Job Recruitment

ভারতীয় রেল হল দেশের সবথেকে বৃহত্তম সরকারি পরিবহন সংস্থা। দেশের সাধারণ জনগণ রেল পরিবহনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসা করেন। বৃহত্তম রেল পরিবহনকে সঠিকভাবে পরিচালনার এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর কর্মীর প্রয়োজন। তাই প্রতিবছর ধাপে ধাপে একাধিক পদে রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বর্তমানে NTPC বিভাগে আবেদন প্রক্রিয়া চলছে। এরই মাঝে প্রায় ১ লক্ষ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। গ্রুপ ডি পদ গুলোতে মূলত সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, ট্র্যাক রক্ষণাবেক্ষক গ্রেড-IV ইত্যাদি পোস্টগুলি রয়েছে। Railway Group D Job Recruitment

শূন্য পদের নাম :

ভারতীয় রেলের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদ গুলির নাম হল – সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, ট্র্যাক রক্ষণাবেক্ষক গ্রেড-IV প্রভৃতি।

মোট শূন্যপদ :

উপরে উল্লেখিত একাধিক পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ১০৩৭৬৯ টি। তবে একাধিক জোনে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। আপনার পছন্দের জোনে শূন্য পদ কত রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

বেতন :

চাকরিপ্রার্থীদের বেতন কি রয়েছে তা পদের উপর নির্ভর করবে। যেহেতু একাধিক পদে নিয়োগ করা হবে তাই কেন্দ্রীয় সরকারের পেয়ে লেবেল অনুযায়ী একাধিক পদের ভিন্ন বেতন কাঠামো রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা :

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ কারীর চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। যেহেতু একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া করা হবে তাই কিছু পদের ক্ষেত্রে ITI ডিগ্রী কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।

Recruitment Board RRB Group D 
Name of the PostGroup D
Expected Vacancy Approx 1 Lakh
Qualification10th / ITI

বয়স সীমা :

আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও আবেদনের যে বয়স রয়েছে তার থেকে SC/ST চাকরিপ্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরি চাকরিপ্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। PWD চাকরিপ্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।

Age Limit (General)18+
Age Relaxation ( SC,ST)5 years
OBC and PWD 3 Years and 10 Years

আবেদন প্রক্রিয়া :

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে ভারতীয় রেলের অফিসের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারীকে সর্বপ্রথমে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট ওপেন করতে হবে। ইতিপূর্বে আপনি ভারতীয় রেলে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করে থাকলে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। ‌ পূর্বের রেজিস্ট্রেশন নাম্বারে পাসওয়ার্ড দিয়েই লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

অষ্টম পাশে ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন – Bank Of India Job Recruitment

আবেদন ফি :

ভারতীয় রেলে আবেদনের ক্ষেত্রে General / OBC / EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। অন্যদিকে SC / ST চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। পরীক্ষায় অংশগ্রহণ করলে পরবর্তীকালে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য ফেরত দেওয়া হবে।

General /OBC/EWS500 /-
Other Category250/-

আবেদন শেষ তারিখ :

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়নি। সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর নভেম্বর মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ২০২৪ সাল এর ডিসেম্বর মাস পর্যন্ত।

Expected Date of Start Online ApplicationOctober -November 2024
Expected Last Date Of Online ApplicationDecember 2024

Official Notification : Download 

Official Website : Click Here

 

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং দিয়ে নিয়োগ। অ্যাপ্রেন্টিস ট্রেনিং পূর্ব ভারতে বিভিন্ন বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। যেহেতু পূর্ব ভারতের বিমানবন্দর গুলিতে ট্রেনিং অনুষ্ঠিত হবে তাই বাংলার চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সমগ্র ভারতবর্ষের চাকরি প্রার্থীরা নারী-পুরুষ নির্বিশেষে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্ন আলোচনা করা হলো। Airport Apprentice Recruitment

∆নিয়োগকারী সংস্থা:

ভারতীয় বিমানবন্দর তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে Airports Authority of India তরফ থেকে।

∆পদের নাম:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।

∆মোট শূন্যপদ:

ভারতীয় বিমানবন্দরের অ্যাপেন্ট্রিস পদে সর্বমোট ১৩৫ টি শূন্য পদ রয়েছে।

∆ বয়স সীমা:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স ৩১ জুলাই ২০২৪ অনুযায়ী ২৬ বছর মধ্যে হতে হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকল নাগরিক যাদের বয়স ২৬ বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদনযোগ্য। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে। সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইভ চাকরিপ্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। অন্যদিকে ওবিসি চাকরি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

 

 

ক্যাটাগরিবেতন কাঠামো 
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস১৫,০০০/-
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস১২,০০০/-
আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস৯,০০০/-

∆বেতন:

পে লেবেল অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদের ৯,০০০-১৫,০০০ মধ্যে মাসিক বেতন রয়েছে। যেমন গ্যাজুয়েট অ্যাপেন্টিস পদে আবেদনকারীর বেতন রয়েছে ১৫ হাজার টাকা। ডিপ্লোমা অ্যাপেন্ট্রিস পদে আবেদনকারীর মাসিক বেতন ১২ হাজার টাকা। আই টি আই ট্রেড পদে আবেদনকারীর মাসিক বেতন রয়েছে ৯ হাজার টাকা।

নিয়োগকারী সংস্থাভারতীয় এয়ারপোর্ট অথোরিটি (AAI)
পদের নামঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ১৩৫
বেতন কাঠামো ৯,০০০-১৫,০০০/-
আবেদনের শেষ তারিখ৩১/১০/২০২৪
আবেদন প্রক্রিয়াঅনলাইন

∆আবেদন প্রক্রিয়া:

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইট BOAT/ NATS/ NAPS সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন এবং পরবর্তী নাম্বার দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন প্রার্থীদের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। এছাড়াও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রয়োজন। অনলাইনে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

∆পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা:

ভারতীয় বিমানবন্দরে অ্যাপেন্টিস পদে মোট ১৩৫ টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে নিম্নলিখিত পদে নিম্নলিখিত শূন্যপদ রয়েছে-

•গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ৪৫ টি।
•ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৫০ টি‌।
•আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস ৪০ টি।

∆শিক্ষাগত যোগ্যতা:

•গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের, তিন বছর বা চার বছরের ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েট সম্পূর্ণ করতে হবে।

•ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিন বছরের ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সে সম্পূর্ণ করতে হবে।

•আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদের চাকরিপ্রার্থীদের ITI-এ NCVT সার্টিফিকেট প্রয়োজন।

∆আবেদনের তারিখ:

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ইংরেজি ৩১/১০/২০২৪ তারিখ পর্যন্ত।‌ এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Official Notification : Download 

Official Website : Click Here

x