Railway Apprentice Recruitment : ভারতীয় রেলে শিক্ষানবিশ নিয়োগ। রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ২ হাজার কাছাকাছি শূন্য পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। রাজ্যের সকল চাকরিপ্রার্থী নারী পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। ভারতীয় রেলে কর্মী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ এবং সুসংগঠিত প্রক্রিয়া যা দেশব্যাপী রেল পরিষেবা গুলির সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য পরিচালিত হয়। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক গুলির মধ্যে একটি।
ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে লক্ষ্য লক্ষ্য কর্মী নিয়োগ করে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এই নিয়োগ প্রক্রিয়া গুলো সম্পূর্ণ করে থাকেন। ভারতীয় রেলের ২১ টি আঞ্চলিক অফিস রয়েছে, এই অফিস গুলির মধ্যে দক্ষিণ-পূর্ব শাখার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখায় শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত দক্ষিণ পূর্ব রেলের একাধিক কেন্দ্র যথা- খড়্গপুর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, চক্রধরপুর, আদ্রা, রাঁচি-সহ বিভিন্ন ইউনিটে সম্পূর্ণ করা হবে। সমস্ত পদ মিলিয়ে এখানে মোট ১,৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ভারতীয় রেলের শিক্ষানবিশ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন কারীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) কোর্স সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রয়োজনীয় বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে দক্ষিণ পূর্ব রেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। প্রতিবেদনের নিচে দক্ষিণ পূর্ব রেলের অফিসের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে।
সেখানে আবেদনের অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্যের প্রয়োজন নেই।
আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীর আইটিআই শংসাপত্রের প্রাপ্ত নম্বরের নিরিখে মেরিট লিস্ট তৈরি করা হবে, এই লিস্টে যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগপত্র দেওয়া হবে।
দক্ষিণ পূর্ব রেলের শিক্ষানবিশ পদে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা চলবে আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি নিম্নে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবেন।
Official Notification : Download
আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.