Categories: Blog

রেলে ফের ৩৩০০ শূন্যপদে এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন – Railway Apprentice Job Recruitment

Published by
JR Team

চাকরিপ্রার্থীদের জন্য রইল ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এবারে ফের ভারতীয় রেল কর্তৃক ৩ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে যোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং রেলের চাকরির যোগ্যতা থাকে? তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে রেলের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। Railway Apprentice Job Recruitment 

রেলওয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে মোট ৩৩১৭ জন এপ্রেন্টিস বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। শূন্য পদ গুলি বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন ইউনিট অনুযায়ী ভাগ করা রয়েছে। নিচে একটি স্ক্রিনশট দেওয়া হল শূন্য পদ এবং তার ক্যাটাগরির সম্পর্কে। 

 

যে পদে নিয়োগ করা হবে : রেলের আরআরসি ডাব্লিউসিআর এর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস হিসাবে। 

 

আবেদনকারীর বয়স সীমা: যোগ্য আবেদনকারীদের মধ্যে বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৫ বছর এবং সর্বাধিক ২৪ বছরের মধ্যে, তবে যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। 

 

যোগ্যতা : প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে পাওয়া যাবে। 

 

আবেদন মূল্য : যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন তাদের সাধারণ, ওবিসি এবং EWS ক্যাটাগরির জন্য ১৪১ টাকা এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিত জাতিদের জন্য শুধু ৪১ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য অবশ্যই অনলাইন মাধ্যমে জমা করা যাবে। Railway Apprentice Job Recruitment 

 

নিয়োগ প্রক্রিয়া : যোগ্য প্রার্থীদের বেশ কয়েকটি ধাপে ভিত্তিতে নিয়োগ করা হবে 

1. প্রথমত প্রার্থীদের মাধ্যমিক স্কোর এবং আইটিআই এর স্কোর অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। 

2. এরপর ওই স্কোর অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য ডেকে নেওয়া হবে। ঐদিন প্রার্থীর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা হবে 

3. এরপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে মেডিকেল পরীক্ষা।  এই পরীক্ষায় সফল হলে প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেওয়া হবে 

 

আবেদন প্রক্রিয়া : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। 

অনলাইনে আবেদন করতে ভারতীয় রেলের WCR এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( Online Application) 

এরপর এনগেজমেন্ট আইন ২০২৪-২৫ এর অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন করতে হবে 

প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করার সময় জরুরী সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। 

আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে 

এরপর প্রার্থীকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী জমা করতে হবে 

সবশেষে ফাইনাল সাবমিট করে ওই আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করা যাবে 

 

আবেদন করার তারিখ সমূহ : অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৫ আগস্ট থেকে এবং অনলাইনে আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত  

 

অনলাইনে আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরো বিস্তারিত জেনে নিবেন 

Official Notification : Download 



WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.