Policy Bazaar Free Internship Recruitment : অনলাইন ইন্সুরেন্স কোম্পানি Policybazaar সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ব্যবস্থা করেছে। ইন্টার্নশিপে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তাই আর দেরি কিসের আজকেই অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। রাজ্যের সকল চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। মূলত মানবসম্পদ বা Human Resource বিভাগে যাদের আগ্রহ রয়েছে অথবা অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতে কাজ করতে ইচ্ছুক তারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। অন্য সংস্থাগুলো মানবসম্পদ বিভাগের প্রশিক্ষণ দিতে যেখানে প্রচুর ফি আদায় করে। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাচ্ছেন।
Policy Bazaar Free Internship Recruitment
ইন্টার্নশিপের পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকার ভাতার ব্যবস্থা রয়েছে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে Policybazaar সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ অংশগ্রহণের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে? কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে? কি কি দায়িত্ব পালন করতে হবে? কিভাবে আবেদন করবেন? ইত্যাদি আলোচনা করা হলো।
•Policy bazaar সম্পর্কে ধারণা :
পলিসি বাজার হলো ভারতবর্ষের শীর্ষ অনলাইন ইন্সুরেন্স কোম্পানিগুলির মধ্যে অন্যতম। ২০১৮ কোম্পানিটির শুরু হয়। বর্তমানে যার গ্রাহকের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। এই প্লাটফর্মটি ইন্সুরেন্স পণ্যের জন্য সর্বশ্রেষ্ঠ পরিষেবা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন। দেশ তথা বিশ্বের বর্তমানে অনলাইন প্লাটফর্মের দিকে ঝোঁক রয়েছে, তাই পলিসি বাজার ইন্সুরেন্স কোম্পানি আগামী ভবিষ্যৎ উজ্জ্বল। দিনের পর দিন এর শ্রী বৃদ্ধি ঘটছে। পলিসিবাজার এর আরও একটি উদ্যোগ PaisaBazaar যেটি ক্রেডিট কার্ড, ঋণ, অন্যান্য আর্থিক পণ্যের জন্য বর্তমানে ভারতের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম।
•ইন্টার্নশিপ সুবিধা:
পলিসি বাজারের এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও ইন্টার্নশিপ পাশাপাশি ইন্টার্নশিপ শেষে ইন্টার্নদের শংসাপত্র এবং সুপারিশপত্র প্রদান করা হবে। পরবর্তীকালে সুপারিশ পত্রটি কাজ পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
•আবেদন যোগ্যতা:
পলিসিবাজার ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে হলে প্রার্থীকে কিছু নির্দেশ মেনে চলতে হবে যেমন- ১.সম্পূর্ণ সময়ের (Full Time) জন্য অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। ২.ইন্টার্নশিপটি শুরু হবে ১০ই অক্টোবর, ২০২৪ থেকে ১৪ নভেম্বর, ২০২৪ এর মধ্যে। ৩.প্রাসঙ্গিক দক্ষতা এবং Human Resource এর প্রতি আগ্রহ থাকা আবশ্যক।
৪.৬ মাস প্রার্থীদেরকে নিরবচ্ছিন্নভাবে সময় দিতে হবে। এর মাঝে কোন ছুটি নেই।
•আবেদন পদ্ধতি:
অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন চলাকালীন যাবতীয় সঠিক তথ্য প্রদান করতে হবে।
•ট্রেনিং স্থান:
যে সকল প্রার্থীরা ইন্টার্নশিপে অংশগ্রহণ করবে, তাদের জন্য ইন্টার্নশিপের স্থান ধার্য করা হয়েছে মুম্বাই শহর। এই ইন্টার্নশিপের সময়সীমা ৬ মাস। ইন্টার্নশীপে অংশগ্রহণকারী প্রার্থীদের ট্রেনিং চলাকালীন ছয় মাস ১৫ হাজার টাকা করে টাইপেন দেয়া হবে।
•আবেদন শেষ তারিখ:
ইন্টার্নশিপের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের অন্তিম সময় ১০ই নভেম্বর ২০২৪ তারিখ। তাই আগ্রহী প্রার্থীরা ১০ই নভেম্বরের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
Online Application : Click Here
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you