পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পার্ট টাইম চাকরি, আবেদন করতে বিস্তারিত পড়ুন -PNB Bank Job Recruitment

আপনি কি সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরির করার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর এসেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) তাদের মেডিকেল কনসালটেন্টের পদের কর্মী নিয়োগ করতে চলেছে। অস্থায়ী এবং পার্ট-টাইম হিসাবে এই পদে কাজ করতে পারবে প্রার্থীরা। কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কি? প্রভৃতি বিস্তারিত তথ্য জানা যাবে এই আর্টিকেলের মাধ্যমে।

pnb bank job recruitment

যেসব পদে নিয়োগ করা হবে – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ ( PNB Bank Job Recruitment) থেকে যে জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কনসালটেন্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

বেতন (Salary)– যে সকল প্রার্থীরা মেডিকেল কনসালটেন্ট পদে চাকরি পাবেন তারা বেতন হিসেবে ১,০০,০০০ টাকা আয় করতে পারবেন। এরমধ্যে গাড়ির যাতায়াত এবং সহায়ক চার্জগুলি অন্তর্ভুক্ত থাকবে।

যোগ্যতা( Education Qualification)- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেডিকেল কনসালটেন্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যে যোগ্যতা গুলি থাকতে হবে তা হল-

১) প্রার্থীদের অবশ্যই সরকারি স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি পাস করতে হবে।

২) যেসব চিকিৎসকরা পাবলিক সেক্টরে চিকিৎসা পরিষেবা দান করে আসছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স– বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রার্থীরা মেডিকেল কনসালটেন্ট পদে আবেদন করবেন তাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছর।

আবেদন পদ্ধতি (How to apply for Part Time Job in PNB)
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেডিকেল কনসালটেন্ট পদে আবেদন করা যাবে কেবলমাত্র অফলাইনের মাধ্যমে। প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে প্রার্থীদের। ডাউনলোড করা ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডাই. জেনারেল ম্যানেজার (এইচআরডি), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কর্পোরেট অফিস, প্লট নং. ৪, সেক্টর-১০, দ্বারকা, নিউ দিল্লি-১১০০৭৫।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ– আবেদন পত্রটি পৌঁছাতে হবে ২০ শে জুলাই এর মধ্যে।

Written by Nupur Chattopadhyay

PNB Part Time Recruitment Notice 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x