Others Update

PMUY এ পরিবার পিছু গ্যাস সিলিন্ডার সরকার, কারা ও কীভাবে পাবেন? দেখুন বিস্তারিত

Published by
Team JR

PMUY মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে ভারত সরকার। দেশের বিভিন্ন দরিদ্র পরিবার যারা Pradhan Mantri Ujjwala Yojana মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়েছেন, তাদের জন্য রয়েছে এই সুবিধা। বর্তমানে দেশ জুড়ে দীপাবলি উৎসব চলছে। দীপাবলি উৎসবের খুশি দ্বিগুণ করতে ভারত সরকারের বিশেষ ঘোষণা। ‌ভারত সরকারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে উৎসবের কেনাকাটা করতে হিমশিম খাচ্ছে, তার মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার দাম বৃদ্ধি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই উৎসবের মৌসুমকে কেন্দ্র করে ভারত সরকারের বিশেষ উদ্যোগ। তাই আপনারাও ভারত সরকারের বিশেষ সুবিধা পেতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে ভারত সরকারের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান (PM Free Gas Cylinder Scheme) করার তথ্য তুলে ধরা হলো।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা:

২০১৬ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দেশের দরিদ্র জনগণ যাতে শুলভে গ্যাস সিলিন্ডার পায় তার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সূচনা করেছেন। এই যোজনার মাধ্যমে দেশের গরীব মা-বোনদের হাতে গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে প্রাচীন পদ্ধতিতে কাঠ কয়লায় রান্নার ধোঁয়া থেকে মুক্তি পেয়েছে। তবে বর্তমানে গ্যাস সিলিন্ডার উর্ধ্বমুখী মূল্যবৃদ্ধির ফলে সাধারণ জনগণ হিমশিম খাচ্ছে।

বর্তমানে গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। গ্রামের সাধারণ পরিবার গুলি পক্ষে এত দামে গ্যাস সিলিন্ডারের খরচ বহন করা সম্ভব নয়। তাই গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও তারা আগের পদ্ধতিতেই কাঠ-কয়লায় রান্না করছেন। উৎসব উপলক্ষে বছরে দুই একটি গ্যাস সিলিন্ডার নিচ্ছে। ‌ বর্তমানে যেহেতু হিন্দুদের বড় উৎসব দীপাবলি চলছে। ‌ তাই অনেকেই উৎসবের মরশুমে গ্যাস সিলিন্ডার কিনছেন। ‌এবার উত্তর প্রদেশ রাজ্য সরকার গ্যাস সিলিন্ডার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। উৎসবের মরশুমে সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু একটি গ্যাস সিলিন্ডার প্রদান করা হচ্ছে।

আবেদন যোগ্যতা:

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে নিম্নলিখিত কিছু যোগ্যতার প্রয়োজন যথা-

১.প্রকল্পটি যেহেতু উত্তর প্রদেশ রাজ্য সরকার গ্রহণ করেছেন, তাই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে হলে আবেদনকারীকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২.আবেদনকারীকে উজ্জ্বলা যোজনার অন্তর্গত অবশ্যই একজন মহিলা হতে হবে।

৩.শুধুমাত্র BPL অথবা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো এখানে আবেদন করতে পারবেন।

৪.উজ্জ্বলা যোজনা অন্তর্গত যাদের নাম রয়েছে এবং এখনো পর্যন্ত যারা বিনামূল্যে একটিও গ্যাস সিলিন্ডার পাননি তাদের এই সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

PMUY প্রকল্পে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে, সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য গ্রাম বা জেলা বিভাগের দপ্তরে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে।

আরও পড়ুন :এপ্রিল-মে মাসে নতুন টেট? টেট পাস দের ইন্টারভিউ নিয়ে বিরাট আপডেট, বিস্তারিত পড়ুন – WBBPE TET Recruitment Interview Update

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবশ্যিক নথিপত্র গুলি হল-

  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. আবেদনকারী বিপিএল রেশন কার্ড (BPL Ration Card)।
  3. একটি বৈধ মোবাইল নাম্বার, তবে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড অবশ্যই লিংক করা থাকতে হবে।
  4. আবেদনকারীর, ব্যাংক একাউন্ট ডিটেলস।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত ফ্রী গ্যাস সিলিন্ডার একমাত্র উত্তর প্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দাদের প্রদান করা হবে। কোন বাঙালি উত্তরপ্রদেশের যদি স্থায়ীভাবে বসবাস করে থাকেন এবং তাদের নাম যদি BPL রেশন কার্ডের তালিকায় থাকে তাহলে অনায়াসে বছরে একটি করে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন।

প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের WhatsApp অথবা Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.