মোবাইল দিয়ে ঘরে বসে আয় করুন প্রচুর অর্থ, এক্ষুনি জেনেনিন বিস্তারিত -Online Mobile Income Apps

আমরা সকলেই আমাদের আশেপাশের বহু মানুষকে মোবাইল থেকে ভালো টাকা আর্নিং (Earning ) করতে দেখেছি। ইন্টারনেটে যদি সার্চ করা হয় তাহলে দেখা যাবে যে মোবাইলের মাধ্যমে আয় করার বহু অ্যাপস (Online Earings Application) রয়েছে। কিন্তু সব অ্যাপগুলি বিশ্বাসযোগ্য নয়। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে কিছু মোবাইল অ্যাপ সম্পর্কে আপনাদের অবগাহন করব যেগুলি থেকে আপনার আপনারা বাড়িতে বসে আয় করতে পারবেন। এই অ্যাপগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য। Online Mobile Income Apps

online mobile income apps

আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পাঁচটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব যেগুলি থেকে আপনারা বাড়িতে বসে মাসে মোটা টাকা আয় করতে পারবেন। এই অ্যাপগুলি হল গুগল অপিনিয়ন রিওয়ার্ড ( Google Opinion Rewards), আপওয়ার্ক (Upwork), চেগ (Chegg), ইউটিউব (YouTube) এবং ইউটিউব (YouTube)। গুগল প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপগুলি (Online Earings Application) খুব সহজেই ইন্সটল করতে পারবেন।

১) গুগল অপিনিয়ন রিওয়ার্ড (Google Opinion Rewards)-
এই অ্যাপে আপনি আপনার মতামত দিলে তার বদলে রিওয়ার্ড আর্নিং করতে পারবেন। সহজ কথায় বলতে গেলে এই অ্যাপে আপনাকে নানা ধরনের সার্ভে দেওয়া হবে সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। কাজ করলে আপনাকে গুগলের তরফ থেকে রিওয়ার্ড দেওয়া হবে। কিন্তু এই অ্যাপ থেকে আপনি খুব বেশি টাকা আয় করতে সক্ষম হবেন না।Online Mobile Income Apps

২) আপওয়ার্ক (Upwork)- upwork এর মাধ্যমে বহু ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায়। যেমন ধরুন ভিডিও এডিটিং, ছবি এডিটিং, লেখালেখি, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইনিং এই ধরনের আরো অনেক ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় এই upwork এর মাধ্যমে। এই কাজটি করে আপনি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অনলাইনে যে অ্যাপগুলি রয়েছে তার মধ্যে এটি বেশ ভালো আয় করার একটি অ্যাপ। আর এই আয়ের টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে চলে যাবে।

৩) চেগ (Chegg)- পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করার একটি ভাল অ্যাপ হল এই চেগ (Chegg)। এই অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সহায়তা এবং অনলাইন টিউটরিং এর মাধ্যমে টাকা উপার্জন করা যেতে পারে। এছাড়াও এই অ্যাপ থেকে হোমওয়ার্কের প্রশ্ন উত্তর দিয়েও অর্থ আয় করা যায় ‌

৪) ইউটিউব (YouTube)
বর্তমান সময়ে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইউটিউব (YouTube)অ্যাপ। ইউটিউব এর মাধ্যমে ভিডিও বানিয়ে মোটা টাকা আরনিং করা যেতে পারে। নিজের কোনো শখ বা দক্ষতার ভিডিওর চ্যানেল বানিয়ে মোটা টাকা আয় করতে পারবেন। আবার স্পন্সারশিপ বাড়ানোর মত ভিডিও বানালে আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে।

৫) আর্নকরো (EarnKaro)
ভারতের শীর্ষস্থানীয় অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম গুলির মধ্যে একটি হল আর্নকরো অ্যাপ। এই অ্যাপে ২০০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য রয়েছে। এই পণ্যের লিংকগুলি আপনি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন। কোনো ব্যক্তি যদি এই লিঙ্ক এর মাধ্যমে পণ্যটি ক্রয় করেন তাহলে আপনি কমিশন পাবেন। এই অ্যাপ থেকে ৫০% পর্যন্ত কমিশন আয় করা যায়।

Written by Nupur Chattopadhyay

x