শুধু 2000 নয়, বাতিলের মুখে এবার 200 টাকার নোটও? বিস্তারিত জেনেনিন এক্ষুনি

2000 টাকার পর এবার 200 টাকার নোট বদল করতে চলেছেন RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বর্তমানে বাজারে অনেকের হাতেই 200 টাকার নোট রয়েছে। এই অবস্থায় ২০০ টাকার নোট বাতিল হয়ে গেলে তাঁদের সেই টাকা গুলো নষ্ট হয়ে যাবে। তাই সকলে চিন্তিত হয়ে পড়েছেন। এই নিয়ে RBI কর্মকর্তাদের প্রশ্ন করা হলে তারা 200 টাকার নোট বাতিল বিষয়টির বিস্তারিত বিবরণ তুলে ধরেন যা নিম্নে বর্ণিত রয়েছে।

•নোট বন্দির পর 2000 টাকার নোট বাতিল:-

বর্তমানে কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল পুরনো টাকা বাতিল করা। যার ফলে আগের পুরনো সব টাকা বাতিল করে নতুন টাকা চালু করা হয়েছে। তবে ভারত সরকারের পুরনো টাকা বাতিল করে নতুন টাকা চালু করার প্রধান উদ্দেশ্য ছিল দেশের কালো ধন অর্থাৎ ব্লাক মানি পাকরাও করা।

আমাদের দেশে এমন কিছু মানুষ তথা শিল্পপতি রয়েছে যাদের বার্ষিক ইনকাম অনেক বেশি হলেও সরকারকে ঠিকমতো ট্যাক্স দেন না। এই ট্যাক্সের টাকা চুরি করে প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন অথবা ঘরের কোথাও লুকিয়ে রেখেছে। সরকারি ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়ার ফলে সরকার ঠিকমতো ইনকাম ট্যাক্সের টাকা পান না যার ফলে দেশের জনগণ ও সাধারণ মানুষের উন্নয়নে পর্যাপ্ত পরিমাণে টাকার অভাব দেখা দেয়।

তাই ভারত সরকার মনে করেছিল পুরনো টাকা বন্ধ করে দেওয়া হলে, পুরোনো টাকা যারা জমিয়ে রেখেছিল সে টাকাগুলো বেরিয়ে আসবে। সেই চিন্তাধারা থেকেই ভারত সরকার নোট বন্দির সিদ্ধান্ত নিয়েছিল। তবে নোট বন্দির এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। নোট বন্দির পর আগের পুরনো সব টাকা বাতিল করে, ভারত সরকার 2000 টাকার নোট চালু করেছিল। কিন্তু 2000 টাকার নোট চালু হওয়ার পর দেখা দেয় বিভিন্ন সমস্যা। ‌যেমন- 2000 টাকায় খুচরো করতে অথবা হিসাবে প্রচুর সমস্যা দেখা দিয়েছে।

তাছাড়াও 2000 টাকা ব্ল্যাকমানি হিসেবে লুকিয়ে ফেলা অনেকটা সহজ। কারণ 500 টাকার নোট চারটি লুকোতে যতটা জায়গার প্রয়োজন 2000 টাকার একটি নোট লুকোতে তার তুলনায় অনেক কম জায়গার প্রয়োজন। ‌ এর ফলে আরো দুর্নীতি লক্ষ্য করা যায়, তাই শেষ পর্যন্ত ভারত সরকার ২ হাজার টাকার নোট পরবর্তীকালে বাতিল করেছে।

•200 টাকা নিয়ে RBI মতামত:-

2000 টাকার নোট বাতিল করার পর বর্তমানে ভারতবর্ষে 500 টাকা, 200 টাকা এবং 100 টাকা নোট প্রচলিত রয়েছে। এর মধ্যে 200 টাকার নোট বাতিল হবে বলে চারিদিকে খবর ছড়িয়েছে। যার কারণ বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 137 কোটি টাকার 200 টাকার নোট বাজার থেকে তুলে নিয়েছে। যার ফলে ইতিমধ্যে বাজারে 200 টাকার নোট সংখ্যা কমেছে।

তাই অনেকের ধারণা ধীরে ধীরে বাজার থেকে 200 টাকার নোট সম্পূর্ণ তুলে নিতে চাইছে আর RBI অর্থাৎ রিজাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে প্রশ্ন করা হলে রিজার্ভ ব্যাংকের কর্মকর্তারা জানান মার্কেট থেকে 200 টাকার নোট তুলে নেওয়া হলেও বর্তমানে 200 টাকা পুরোপুরি বাতিল হচ্ছে না। বর্তমানে মার্কেটে 200 টাকায় বহু নোট রয়েছে যেগুলির অবস্থা খুবই খারাপ। ‌ কিছু নোটের প্রিন্ট উঠে গিয়েছে অথবা ছিড়ে গেছে। এই নিম্নমানের 200 টাকার নোট গুলিকে মার্কেট থেকে তুলে নেওয়া হচ্ছে এবং এই পুরনো নোটের পরিবর্তে নতুন নোট ছাপিয়ে মার্কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

DM অফিসের তরফে DPM পদে কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 23 হাজার – WB Govt Job Recruitment

তাই যারা আশঙ্কা করছেন 200 টাকার নোট মার্কেট থেকে বাতিল হয়ে যাচ্ছে এই খবর একদম ভুয়ো। এই নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই। তাই আপনার কাছে যদি 200 টাকার কোন ছেড়া অথবা নিম্নমানের নোট থেকে থাকে তাহলে আপনিও সেটিকে ব্যাংকে জমা করে নতুন নোট নিতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

চাকরির প্রার্থীদের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করায় জানানো হয়েছে জেলা পরিষদে GRS পদে নিয়োগ করা হবে। যোগ্যতার ভিত্তিতে মহিলা পুরুষ সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে আরো জানানো হয়েছে, এই নিয়োগ সম্পন্ন চুক্তিভিত্তিক হিসেবে সম্পাদন করা হবে। যে সমস্ত প্রার্থীরা জিয়ারেজ পদে আবেদন জানাতে ইচ্ছুক এবং আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। Zilla Parishad GRS Recruitment

নিয়োগের স্থান : বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুন্দরগর জেলা পরিষদের তরফ থেকে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

নিচে শূন্য পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে :

পদের নাম : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ GRS পদে নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ২৬১ জন নিয়োগ করা হবে।

যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক পাশ অর্থাৎ ১০+২ যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীদের কম্পিউটার প্রফেসিয়েন্সি যোগ্যতা থাকতে হবে।

যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের অবশ্যই লোকাল ভাষার জ্ঞান থাকতে হবে এবং সেই ভাষার মাধ্যমে পড়াশোনা করতে হবে। অর্থাৎ স্কুল শিক্ষায় সেই ভাষা মাধ্যম থাকতে হবে।

বয়স সীমা: যে সমস্ত প্রার্থীরা গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন জানাতে চাই তাদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুসারে বয়সের উর্ব্ধ সীমার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে Data Entry Operator নিয়োগ শুরু, আবেদন করতে বিস্তারিত পড়ুন

জেলা পরিষদের নিয়োগের ক্ষেত্রে আবেদন পদ্ধতি

যে সমস্ত প্রার্থীরা জেলা পরিষদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা নিচের পদ্ধতিগুলি অবলম্বন করুন –

  1. প্রথমত প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  2. এরপর ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে
  3. অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন ভালোভাবে পড়ে নিতে হবে
  4. এরপর যথাযথ পদ্ধতি অবলম্বন করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে

আবেদন করার তারিখ সমূহ :এক্ষেত্রে প্রার্থীরা আবেদন করতে পারবেন সাত অক্টোবর ২০২৪ তারিখ থেকে ৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

আবেদন করার পূর্বে চাকরিপ্রার্থীরা অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিবেন এবং নোটিশটি ভালোভাবে বিস্তারিত করে নিবেন। কেবল অনলাইন নোটিশে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Sundargar Official WebsiteClick Here

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"