৭ হাজারে ৩২ লক্ষ রিটার্ন! সুযোগ নিতে এখনই হিসেব দেখেনিন – New Investment Idea

New Investment Idea: কোনো স্কিমে বিনিয়োগ করার পূর্বে রিটার্ন সম্পর্কে জেনে নেওয়া জরুরী কারণ যে প্রকল্পে আপনাদের বেশি রিটার্ন প্রদান করবে সেই প্রকল্পে বিনিয়োগ করলে আপনার অর্থ দ্রুত বৃদ্ধি পাবে। তবে শুধু অর্থ বিনিয়োগ করলে হবে না সেই অর্থের সঠিক নিরাপত্তা আবশ্যিক। তাই বর্তমানে অধিক মুনাফাযুক্ত নিরাপদ প্রকল্পে সাধারণ জনগণ বিনিয়োগ করতে চাইছেন। মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা একটি ভালো মাধ্যম। যদিও এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ গুলি বাজারের ঝুঁকির সাথে সম্পর্কিত। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পূর্বে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগুলিতে বিনিয়োগ করতে পারেন এবং প্রচুর পরিমাণে আয় করতে পারেন।

আজকের প্রতিবেদনে এমনই এক বিনিয়োগের মাধ্যম বেছে নেওয়া হয়েছে যেখানে মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ ৩২ লক্ষ টাকার মালিক হতে পারবেন। নিম্নে এই জনপ্রিয় প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

new investment idea

মাত্র ৭ হাজার বিনিয়োগে ৩২ লক্ষ্য টাকার সুবিধা:

যে সমস্ত বিনিয়োগকারীরা অধিক মুনাফাযুক্ত প্রকল্পে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য মাসিক ৭ হাজার টাকা বিনিয়োগে ৩২ লক্ষ টাকার পাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। এর জন্য বিনিয়োগকারীদের SIP এর মাধ্যমে একটি ভালো মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মেয়াদ হতে হবে ১৫ বছর‌। এই পনের বছর ধরে প্রতি মাসে বিনিয়োগকারীদের ৭ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের উপর বার্ষিক আনুমানিক ১১ শতাংশ রিটার্নও পাওয়া যায়। তাই আপনারা যদি প্রতি মাসে নিয়মিত ৭ হাজার টাকা বিনিয়োগ করতে থাকেন, তাহলে ১৫ বছর পর মেয়াদপূর্তির সময় আপনি ৩২,১২,০০৩ টাকা পাবেন।

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP):

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল একটি বিনিয়োগ কৌশল যেখানে বিনিয়োগকারী নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়মিত সময় অন্তর (যেমন মাসিক, ত্রৈমাসিক) কোনো মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগ স্কিমে জমা করে। এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা যা সম্পদ গঠনের একটি কার্যকর উপায়। যে সমস্ত মানুষ বিনিয়োগের মাধ্যমে দ্রুত অর্থ বৃদ্ধির জন্য ভালো প্রকল্পের কথা চিন্তা করছিলেন তাদের জন্য এটি বিশেষ সহায়ক হবে। এই প্রকল্পটি স্টক মার্কেটে ঝুঁকি কমানোর জন্য বেশ জনপ্রিয়।

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান(SIP) সুবিধা:

  • ১. এখানে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়।
  • ২.বাজারের ওঠানামার প্রভাব কমানোর জন্য এই প্রকল্পে গড় ক্রয়মূল্য হ্রাস করে।
  • ৩. এখানে চক্রবৃদ্ধি সুদ (Compounding) সুবিধা পাওয়া যায়, ফলে দীর্ঘমেয়াদে সুদ বা মুনাফার ওপর সুদ জমে বৃদ্ধি পায়।
  • ৪. বাজারের অস্থিরতা উপেক্ষা করে বিনিয়োগকারীদের নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে সাহায্য করে।
  • ৫.অনেক SIP তে মাসে মাত্র 500 বা সমপরিমাণ অর্থ থেকে বিনিয়োগ শুরু করা যায়।
  • ৬.কিছু SIP (যেমন ELSS মিউচুয়াল ফান্ড) আয়কর বাঁচাতেও সহায়তা করে।

মাস গেলে আয় ১ লক্ষ, চাকরি ভূলে এই ব্যবসা শুরু করুন

কীভাবে SIP শুরু করবেন?

মিউচুয়াল ফান্ডে SIP বিনিয়োগ করতে চাইলে নিম্নলিখিত উপায়ে আগ্রহীরা বিনিয়োগ করতে পারেন।

  1. • আবেদনের জন্য সর্বপ্রথমে একটি মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে তারপর আপনার লক্ষ্য অনুযায়ী ইকুইটি, ডেব্ট, বা হাইব্রিড ফান্ড নির্বাচন করুন।
  2. • আপনার আর্থিক ক্ষমতা ও লক্ষ্য অনুযায়ী মাসিক বিনিয়োগের পরিমাণ ঠিক করুন।
  3. • এরপর আবেদনকারীদের বৈধ পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  4. • আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পর (অটোমেটিক পেমেন্ট) ব্যাংক থেকে নির্দিষ্ট দিনে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার ব্যবস্থা করুন।
  5. • বিনিয়োগের পর ধৈর্য ধরে বাজারের ওঠানামার ভয় না পেয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখুন।

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"