ভারতবর্ষের বিভিন্ন বীমা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় বীমা কোম্পানি হল। লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এই বীমা কোম্পানিটি গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের স্কিম অফার করে থাকে। এই স্কিমগুলির মধ্যে অন্যতম হল এলআইসির আধার স্তম্ভ প্ল্যান (LIC Aadhar Stambh Plan)। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আধার প্ল্যান সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবো। যে সকল ব্যক্তিরা কম টাকা উপার্জন করেন তারাও খুব সহজেই এই প্ল্যানটির প্রিমিয়াম জমা দিতে পারবেন। এলআইসির এই প্লানে প্রতিদিন ৩০ টাকা জমালে প্রায় ৪ লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে। তবে এটি কিভাবে সম্ভব? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব নিচে আলোচনার মাধ্যমে। LIC Policy For Indian

Lic policy

এলআই সির আধার স্তম্ভ প্ল্যান (LIC Aadhar Stambh Plan)-

এলআইসির আধার স্তম্ভ প্লানটি হল একটি নন লিঙ্কেড পলিসি। এই পলিসিটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়। এ্য টেবিল নম্বর হল
৮৪৩। এই প্ল্যানের বিভিন্ন ধরনের মেয়াদ রয়েছে। তবে সর্বনিম্ন মেয়াদ হল দশ বছর এবং সর্বোচ্চ মেয়াদ কুড়ি বছর। অপরদিকে সর্বনিম্ন নিশ্চিত রাশি ৭৫ হাজার টাকা আর সর্বোচ্চ ৩ লাখ টাকা। বার্ষিক, অর্ধবার্ষিক ত্রৈমাসিক এবং মাসিক কিস্তির ভিত্তিতে এই প্ল্যান এর প্রিমিয়াম জমা দেওয়া যায়।

এই পলিসির ম্যাচিউরিটি সময় নিশ্চিত রাশির সঙ্গে লয়্যালটিও পাওয়া যাবে। যেদিন থেকে এই প্ল্যানটি শুরু হবে তখন থেকেই রিস্ক কভারেজ পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকের মৃত্যু ঘটলে নমিনি করা ব্যক্তি সেই টাকা পাবে। এই প্ল্যান এর মাধ্যমে সুরক্ষা এবং সুবিধা দুটোই রয়েছে। এছাড়াও এই প্ল্যান এর মাধ্যমে কর ছাড়ের সুবিধা ও পাওয়া যাবে।

প্রতিদিন ৩০ টাকা জমিয়ে প্রায় ৪ লক্ষ টাকা পাওয়া যাবে –
এলআইসির এই পলিশির জন্য আপনি যদি কুড়ি বছরের মেয়াদ কে বেছে নেন তবে প্রিমিয়াম বাবদ প্রতি বছর আপনাকে ১০,৮২১ টাকা জমা করতে হবে। ১০,৮২১ টাকা বছরে হলে প্রতি মাসে আপনাকে ৯০১ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ হিসাব করলে দাঁড়াচ্ছে আপনাকে প্রতিদিন ৩০ টাকা জমাতে হচ্ছে। প্রতিদিন ৩০ টাকা জমিয়ে আপনি মেয়াদ শেষে তিন লক্ষ টাকা হাতে পাবেন। তবে শুধু তিন লক্ষ টাকা নয় এর পাশাপাশি রয়েছে লয়্যালটি। এই লয়্যালটি পাওয়া যাবে বিনিয়োগ করা অর্থের বার্ষিক ৪.৫ শতাংশ হারে। রিটার্ন ধরে হবে ৯৭,৫০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে এই পলিসির মেয়াদ শেষ হবার পরেই আপনি হাতে পাবেন মোট ৩,৯৭,৫০০ টাকা অর্থাৎ প্রায় ৪ লক্ষ টাকা।

এই পলিসি কেবলমাত্র পুরুষদের নামেই খোলা যাবে। গ্রাহকের বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তবে পলিসিটির মেয়াদ যখন পূর্ণ হবে তখন গ্রাহকের বয়স ৭০ বছরের কম থাকা বাঞ্ছনীয়। এই পলিসিতে নাম লেখানোর জন্য গ্রাহকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যদি কেউ এই পলিসিটি কিনতে চান তবে নিকটবর্তী এলআইসি অফিস বা এলআইসির এজেন্টের সাথে যোগাযোগ করবেন। Written by Nupur Chattopadhyay

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now