WB JOB NEWS

Kolkata Infosys Upcoming Recruitment : কলকাতায় ইনফোসিস কোম্পানিতে নিয়োগের বিজ্ঞপ্তি

Published by
Mr Jobre

Kolkata Infosys Upcoming Recruitment :  চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, কলকাতার নামিদামি সংস্থা ইনফোসিস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের সকল চাকরি প্রার্থী নারী পুরুষ নির্বিশেষে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে প্রার্থী বাছার ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে নিউ টাউনের অফিসে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।

ইনফোসিস শেয়ার বাজারে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা। প্রতিবছর সংস্থার উদ্যোগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বর্তমানে এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিম্নে কোলকাতার ইনফোসিস কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ, ইন্টারভিউ এর ঠিকানা প্রভৃতি আলোচনা করা হয়েছে।

পদের নাম সমূহ :

ইনফোসিসে একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদ গুলি রয়েছে।

  1. • SAP ABAP Developer পদ।
  2. • SAP FICO Consultant পদ।
  3. • SAP SD Consultant পদ।
  4. • SAP MM Consultant পদ।
  5. • SAP BASIS Consultant পদ।
  6. • SAP BW/HANA/BODS/Data Migration পদ।
  7. • SAP ISU Consultant পদ।
  8. • SAP UI5/FIORI/BTP Consultant পদ।
  9. • SAP PP/QM Consultant পদ।
  10. • SAP Security Consultant পদ।
  11. • SAP EWM Consultant পদ।
  12. • SAP TM Consultant পদ।

বয়স সীমা :

কলকাতার ইনফোসিস তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই ১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর পূর্ণ হতে হবে। সকল প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে ২ বছর থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Govt Job Recruitment

আবেদন পদ্ধতি :

আবেদের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য চাকরি প্রার্থীরা https://infy.com/4gmb7hX অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন অনুযায়ী নির্দিষ্ট দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ কারী চাকরি প্রার্থীদের আবশ্যিক নথিপত্র গুলি হল-

  • আবেদনকারীর সাম্প্রতিক শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য থাকা সিভি।
  • সচিত্র সরকারি পরিচয়পত্র, যথা – আধার কার্ড, ভোটার কার্ড।
  • আবেদনকারীর দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো।

নিয়োগ প্রক্রিয়া :

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে বাছাই করা হবে। ইন্টারভিউ এর ঠিকানা এবং সময় নিম্নে উল্লেখ করা হয়েছে।

মাধ্যমিক পাশে জেলা কোর্টে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৭,১০০ টাকা – WB District Court Job Recruitment

ইন্টারভিউ তারিখ :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য আগামী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল ঠিক ১০ টায় ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে।

ইন্টারভিউ ঠিকানা:

চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের ঠিকানাটি হল ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, পশ্চিমবঙ্গ, কলকাতা- ৭০০১৩৫ (Infosys Kolkata campus, New Town Road, Hatisala, West Bengal -700135)

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.