কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের ধরনের সুসংবাদ। কেননা পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। মহিলা পুরুষ সকল চাকরি প্রার্থীরা  যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা কলকাতা হাইকোর্টের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করা হলো –

কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 

নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত দেওয়া হল :

এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের অনুবাদক পদে নিয়োগ করা হবে।

 

যোগ্যতা সমূহ : এই পদের ক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের সর্বাধিক বয়স থাকতে হবে ৬৫ বছর অথবা তার নিচে। এই বয়সের নিচে আবেদন করলে প্রার্থীদের আবেদন পত্র হবে। এর পাশাপাশি এই পদে আবেদন করতে প্রার্থীদের বিশেষ যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের জুডিশিয়াল বিভাগে রিটায়ার্ড হতে হবে পাশাপাশি অন্যান্য যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে অথবা নিচে স্ক্রিপশন দেওয়া হল।

 

কিভাবে আবেদন জানাবেন :

যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী এবং এক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের অফলাইন মাধ্যমে একটি আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্রটি নিজের হাতে লিখতে হবে যার সাইজ নির্দিষ্ট হবে। একদম পত্রে জরুরী সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর ওই আবেদনপত্রের সঙ্গে ওই ডকুমেন্টসমূহের জেরক্স দিয়ে একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের আগে জমা করতে পারেন। আবেদন পত্র কেবল ছুটির দিন বাদে বাকি সবদিনে জমা নেওয়া হবে।

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে ২২ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। সময় বিকেল ৪.৪৫ মিনিটের মধ্যে। ছুটির দিনে আবেদন পত্র জমা নেওয়া হবে না।

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Registrar (Recruitment & Management),High Court, Appellate Side, Calcutta, New Administrative Block, High Court, Calcutta,New Secretariat Building, Block „B‟, 6th Floor, 1,Kiran Shankar Ray Road, B.B.D. Bag, Kolkata-700 001”

 

প্রার্থীর অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারেন।  অফিসিয়াল নোটিশের যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য ডিটেলসে দেওয়া রয়েছে

 

Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you