Kolkata BITM Staff Recruitment :চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজি মিউজিয়াম,Kolkata (BITM) তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 35 বছর। অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, আগ্রহী চাকরি প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।Kolkata BITM Staff Recruitment
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? কারা কারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন? আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের পদ্ধতি? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে? প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে যাচাই-বাছাই মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। Kolkata BITM Staff Recruitment
পদের নাম:
বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজি মিউজিয়াম তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
- • কারিগরি সহকারী A পদ।
- • টেকনিশিয়ান A পদ।
- • অফিস সহকারী (গ্রেড-III) পদ।
- • জুনিয়র স্টেনোগ্রাফার পদ।
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা 14টি। তার মধ্যে কারিগরি সহকারী ‘A’ পদে শূন্য পদের সংখ্যা 03, টেকনিশিয়ান ‘A’ পদে শূন্য পদের সংখ্যা 08, অফিস সহকারী (গ্রেড-III) পদে শূন্য পদের সংখ্যা 02, জুনিয়র স্টেনোগ্রাফার পদে মোট শূন্য পদের সংখ্যা 01টি।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা 25-35 বছর। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা জেনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণী চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
কারিগরি সহকারী A পদে আবেদনকারী চাকরিপ্রার্থী প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। টেকনিশিয়ান A পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে। এর পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের আইটিআই কোর্স সম্পূর্ণ থাকতে হবে। অফিস সহকারী (গ্রেড-III) এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
Recruitment Department | BITM, Kolkata |
Post Name | Office Assistant and Others |
Age Limit | 25-35 |
Application Mode | Online |
Last Date Of Application | 12 March |
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে।
- তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে।
- আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার সঠিক নথিপত্র প্রদান করতে হবে।
- আবেদন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
- আবেদন মূল্য হিসেবে সাধারণ চাকরি প্রার্থীদের ৮৮৫ টাকা প্রদান করতে হবে। SC/ ST/ PwD/ Ex-Servicemen এবং মহিলা চাকরি প্রার্থীদের আবেদন মূল্য প্রদান করতে হবে না।
প্রতিমাসে পাবেন ৪০,১০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে এখনই আবেদন করুন -India Post Scheme
আবেদন তারিখ:
বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজি মিউজিয়াম তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এই আবেদন প্রক্রিয়া আগামী 12 মার্চ 2025 তারিখ পর্যন্ত চলবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
Official Notification | Download |
Website | Click Here |