Infosys Kolkata Job Recruitment : ইনফোসিসে কলকাতায় সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত

আমরা সর্বদা সরকারি চাকরির পেছনে ছুটতে থাকি, সরকারি চাকরিতে বেতন খুব একটা বৃদ্ধি পায় না। যার ফলে আমাদের জীবন সাধারণভাবে অতিবাহিত করতে হয়। তবে বেশ কিছু নামকরা বেসরকারি সংস্থা রয়েছে, যার অন্তর্গত কাজ করলে প্রচুর বেতন পাওয়া যায়।‌ এই কোম্পানিগুলি হতে পারে দেশীয় অথবা বিদেশি। এমন একটি নামকরা সংস্থা হল ইনফোসিস। এই ইনফোসিস হলো একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। যার শাখা বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এর একটি শাখা রয়েছে যেখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের কলকাতা অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বমোট ৭টি বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। কোন কোন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার নিচে আলোচনা করা হলো। Infosys Kolkata Job R

Recruitment

 

•শূন্য পদের নাম:

ইনফোসিস এর কলকাতা অফিসে সে পদ গুলোতে কর্মী নিয়োগ করা হবে তার নাম গুলি হল SAP ABAP Developer, SAP FICO Consultant, SAP SD Consultant, SAP BASIS Consultant, SAP ISU Consultant ইত্যাদি। উক্ত পদ গুলির মধ্যে আপনার পছন্দ মত পদে আবেদন করতে পারেন।

•প্রয়োজনীয় নথিপত্র:

ইনফোসিস এর কলকাতা অফিসে যে কর্মী নিয়োগ করা হবে, এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে আবেদনকারীর যে নথিপত্র প্রয়োজন সেগুলি হল-
১.বায়োডাটা।
২.সরকারি পরিচয়পত্র।
৩.শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪.অভিজ্ঞতার প্রমাণপত্র।

•ইন্টারভিউ এর ঠিকানা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ কারী চাকরিপ্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। তাই আপনি আগ্রহী থাকলে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ এর ঠিকানায় পৌঁছে যান। নিচে ইন্টারভিউ এর ঠিকানা দেওয়া হলো।
ঠিকানা হল – ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, ওয়েস্ট বেঙ্গল, পিন- ৭০০১৩৫।

•গুরুত্বপূর্ণ সময়সূচি:

আবেদনকারী প্রার্থীদের বাছাই জন্য আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অর্থাৎ শনিবার সকাল ১০ টায় ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা উক্ত দিনে সকাল 11 টার মধ্যে ইন্টারভিউয়ের ঠিকানায় পৌঁছে যান। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কে পূর্বে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। ‌ইন্টারভিউ এর দিন আবেদনকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now