India Post Scheme :ভারতীয় ডাক বিভাগ বর্তমানে একাধিক আকর্ষণীয় প্রকল্পের সূচনা করেছে। যার মাধ্যমে টাকা রেখে অল্প সময়ে প্রচুর লাভবান হতে পারবেন। ডাক বিভাগের এই নতুন প্রকল্প গুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য বেসরকারি বীমা সংস্থা গুলিতে টাকা রাখলে সুদের পরিমাণ কম প্রদান করা হয়। সেখানে ভারতীয় ডাক বিভাগ সুদ সমেত যথাযথ মূল্য প্রদান করে।
এছাড়াও বেসরকারি বীমা সংস্থা গুলিতে টাকা সুরক্ষিত নয়। প্রচুর চিটফান্ড কোম্পানি ছড়িয়ে রয়েছে। কিছু বছর আগে সারোদা, রোজ ভ্যালি মত চিট ফান্ড কোম্পানিগুলি, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে। তাই বেসরকারি বীমা সংস্থাগুলির প্রতি মানুষের বিশ্বাস নেই বললেই চলে। তবে ডাক বিভাগ ভারত সরকারের সংস্থা, তাই দুর্নীতির সম্ভাবনা নেই। তাই নির্দ্বিধায় ভারতীয় ডাক বিভাগে টাকা ইনভেস্ট করতে পারেন। তাহলে আসুন আজকের প্রতিবেদনে আপনাদের ভারতীয় ডাক বিভাগের একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে জানানো যাক। যার মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে প্রচুর লাভবান হতে পারবেন।
• পোস্ট অফিস স্কিম ( India Post Scheme): –
ভারতীয় ডাক বিভাগে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে চাইলে, আপনাকে টাইম ডিপোজিট স্কিম বেছে নিতে হবে। টাইম ডিপোজিট স্কিম এর মাধ্যমে আপনারা ন্যূনতম ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এখানে আপনাদের ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
• ডাক বিভাগে ৫ লক্ষ টাকার বিনিয়োগ: –
ভারতীয় ডাক বিভাগে ৫ বছরের জন্য পোস্ট অফিসে টাইম ডিপোজিট আপনাদের ৭.৫ % সুদ দেওয়া হয়৷ আপনি যদি ১০ বছরের জন্য এতে ৫ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি সুদ হিসাবে মোট ৫,৫১,১৭৫ টাকা পাবেন ও ম্যাচুরিটির মোট পরিমাণ হবে ১০,৫১,১৭৫ টাকা৷
• ১০ লক্ষ ইনভেস্ট করে ৩০ লক্ষ করার পদ্ধতি: –
পোস্ট অফিসে জনপ্রিয় এই স্কিমে আপনাদের ৫ বছরের FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট বেছে নিতে হবে। প্রথমে পাঁচ বছরের জন্য আপনাকে এই স্কিমে বিনিয়োগ করতে হবে। এরপর এটি ম্যাচিউর হওয়ার আগে এক্সটেন্ড করতে হবে। এভাবে আপনাকে পরপর দুবার এই বিনিয়োগটি এক্সটেনশনটি করতে হবে, অর্থাৎ আপনাকে ১৫ বছরের জন্য এই FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট চালাতে হবে। আপনি যদি এই FD তে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন,তাহলে ৫ বছরে আপনি ৭.৫ শতাংশ সুদ পাবেন অর্থাৎ আপনি আপনার মোট বিনিয়োগের পরিমাণের উপর ৪,৪৯,৯৪৮ টাকা সুদ পাবেন এবং আপনার মোট টাকার পরিমাণ হবে ১৪,৪৯,৯৪৮ টাকা। একই ভাবে ১ লক্ষ টাকা ৩ লক্ষ হতে পারে।
• আবেদন পদ্ধতি: –
ভারতীয় ডাক বিভাগের টাইম ডিপোজিট প্রকল্পে আবেদনের জন্য আপনাদের নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করুন। ডাক বিভাগে সরাসরি গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন।
পোস্ট অফিসে এই বিনিয়োগে আপনারা ৪০সি অধীনে আয় করের সুবিধা পাবেন, যেখানে ট্যাক্সের উপর বিশেষ ছাড় রয়েছে। তবে বিনিয়োগের ছয় মাসের মধ্যে বিশেষ প্রয়োজনেও টাকা তুলতে পারবেন না। এছাড়াও প্রকল্পের মেয়াদ বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। প্রকল্পের মেয়াদ যদি এক বছরের জন্য বাড়াতে চান, তাহলে মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগেই বাড়াতে হবে। এছাড়াও প্রকল্পের মেয়াদ যদি দু বছরের জন্য বাড়াতে চান তাহলে প্রকল্পুর মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়াতে হবে।
আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের সুবিধা সম্পর্কে আপডেট নিয়ে আসি। আগ্রহী হয়ে থাকলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |