India Post Scheme : ভারত সরকার দেশের সমস্ত বর্গের মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার সুবিধা প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলে পেয়ে থাকেন। এবার দেশের সিনিয়র সিটিজেনদের জন্য নতুন এক প্রকল্পের সূচনা করেছেন। অবসর গ্রহণের পর যার সুবিধা প্রত্যেকে পেতে চলেছে। ভারত সরকারের জনপ্রিয় নতুন এই প্রকল্পটির নাম হল সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (এসসিএসএস)। এই প্রকল্পের মাধ্যমে দেশের বয়জ্যেষ্ঠ নাগরিকদের বিশেষ সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এমন বহু মানুষ রয়েছে যারা বৃদ্ধ বয়সে অর্থ বিনিয়োগের সুযোগ পায় না, তাদের এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগের বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। তাই যে সমস্ত ব্যক্তিরা বৃদ্ধ বয়সে অর্থ বিনিয়োগের মাধ্যমে শেষ জীবন নিশ্চিন্তে কাটাতে চান তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে ভারত সরকারের সিনিয়র সিটিজেন স্কিম সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
ভারত সরকার দেশের বয়স্ক ব্যক্তিদের জন্য অর্থ বিনিয়োগের জন্য যে সিনিয়র সিটিজেন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে। এছাড়া বিনিয়োগের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়ে গেলে পুনরায় ৩ বছরের জন্য বিনিয়োগের সময়কাল বৃদ্ধির সুযোগ রয়েছে।
সিনিয়র সিটিজেন স্কিমে সকল বর্গের সাধারণ মানুষের কথা মাথায় রেখে নূন্যতম অর্থ বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পে আবেদন কারীদের নূন্যতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা রয়েছে। এছাড়াও ৮০সি এর অধীনে বিনিয়োগকারী টাকার উপরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের কর ছাড় দেওয়া হবে। এই প্রকল্পে স্বামী-স্ত্রীর যৌথ অ্যাকাউন্টেও সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করা যাবে। কিন্তু যদি স্বামী-স্ত্রী আলাদা অ্যাকাউন্ট খোলেন, তাহলে উভয়েই মোট ৬০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের মেয়াদ ৫ বছর জন্য রয়েছে, তবে পরবর্তীকালে প্রকল্পের মেয়াদ আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
সিনিয়র সিটিজেন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী অর্থের উপর বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মেলে। এছাড়াও আবেদনকারী অর্থের উপর প্রতি ৩ মাস অন্তর সুদ প্রদান করা হয়, যা অন্য কোন প্রকল্পে দেওয়া হয় না।
সিনিয়র সিটিজেন প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু শর্ত চাওয়া হয়েছে। এই শর্তগুলি যাদের রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। নিম্নে আবেদন যোগ্যতা উল্লেখ করা হলো –
ভারত সরকারের তরফে দেশের প্রবীণ নাগরিকদের জন্য চালু করা সিনিয়র সিটিজেন স্কিমটি ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই আগ্রহী ব্যক্তিরা আগামী জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে আবেদন জানাতে পারে। প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
This website uses cookies.